গুগল ম্যাপের অসাধারণ ৬টি ব্যবহার

Source: greenbot.com

“বাঁচতে হলে জানতে হবে আর জানতে হলে পড়তে হবে” কয়েকটি শব্দ নিয়ে গঠিত বাস্তবসম্মত অসাধারণ এই বাক্যটি অনেকবার শুনেছেন নিশ্চয়ই। কিন্তু একটু মজা বা পন্ডিতি করে যদি বলি – “বাঁচতে হলে জানতে হবে আর জানতে হলে গুগল করতে হবে” তাহলে মনে হয় খুব একটা দোষের কিছু হবে না। পরিমার্জিত বাক্যটি শুনতে বা দেখতে একটু হাস্যকর লাগলেও বর্তমান ইন্টারনেটের যুগে এর বাস্তবতা সত্যিই অসহ্য রকমের সুন্দর। কেননা বর্তমান সময়ে গুগল ছাড়া কেন জানি আমরা কোনকিছুই কল্পনা করতে পারি না। তেমনি গুগলের অসাধারণ একটি সফটওয়্যার বা টুলস হচ্ছে গুগল ম্যাপস। চমৎকারিত্বে ভরপুর এই সফটওয়্যারটি আপনার জীবনকে আরো সহজ করে তুলতে সাহায্য করবে নানাভাবে। তাহলে দেরি না করে চলুন, গুগলের সাধারণ এই টুলসটির অসাধারণ কিছু বৈশিষ্ট্য দেখে নেয়া যাক।

যেকোনো জায়গার দূরত্ব জেনে নিন গুগল ম্যাপেই

আপনাকে যদি প্রশ্ন করা হয় – রংপুর থেকে সিলেটের দূরত্ব কত? প্রশ্নটি একটু বিব্রতকর হলেও মাঝে মাঝে কিন্তু আমাদের জানর প্রয়োজন পড়ে এসব দূরত্ব জানার। কিন্তু আপনি একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে জানবেন এসব রাস্তার দূরত্বের খবর। তবে মজার বিষয় হচ্ছে আপনার লোকেশন বা অবস্থান থেকে আপনি বাংলাদেশের এমনকি পৃথিবীর যেকোনো প্রান্তের দূরত্ব জানতে পারবেন নিমিষেই। কি ভাবতে অবাক লাগছে! মূলত দূরত্ব মাপার এই কাজটি আপনি সহজেই করতে পারেন গুগল ম্যাপ ব্যবহারের মাধ্যমে। আর এর জন্য গুগল ম্যাপের সার্চ বক্সে নির্দিষ্ট জায়গার নাম লিখে “Direction” এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার অবস্থান থেকে নির্ধারিত জায়গার দূরত্ব।

Source: google.com/maps

এছাড়াও নির্দিষ্ট স্থানে ড্রপ পিন হোল্ড করলে বেশ কিছু অপশন পাবেন এখান থেকে “Measure Distance” এ ক্লিক করলেও পেয়ে যাবেন নির্ধারিত দূরত্ব।

গুগল ম্যাপেই দেখে নিন আপনার পছন্দরে সব রেস্তোরাঁর খবরাখবর

ভোজনরসিক মানুষদের রেস্তোরাঁর মনোরম পরিবেশে দেশি বিদেশি বিভিন্ন খাবারের স্বাদ নেওয়া একরকমের আনন্দ অথবা ঐতিহ্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষকরে জ্যামের ঢাকা শহরে ভালোমানের রেস্তোরাঁ খুঁজে পাওয়া একটু কষ্টকর। আর কঠিন এই কাজটুকু সহজ করে দিয়েছে গুগল ম্যাপ। কেননা গুগল ম্যাপের সাহায্য আপনি বিখ্যাত সব রেষ্টুরেন্টের সকল তথ্য পেয়ে যাবেন খুব সহজে। আর এর জন্য গুগল ম্যাপের সার্চ বক্সে নির্ধারিত রেস্টুরেন্টটির নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন রেস্তোরাঁটি সম্পর্কিত সকল তথ্য।

Source: google.com/maps

এছাড়াও ম্যাপে আপনি যে লোকেশন বা অবস্থানে আছেন তার আশেপাশে খেয়াল করলে দেখবেন বিভিন্ন রেস্তোরাঁ সেখান থেকেও বেঁছে নিতে পারবেন আপনার পছন্দের রেষ্টুরেন্টটি। আরো মজার একটি বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি ম্যাপ থেকে আপনি রিভিউ দেখতে পারবেন যা আপনাকে নির্দিষ্ট করে একটি রেস্তোরাঁ পছন্দ করতে অনেকখানি সাহায্য করবে।

লোকেশন শেয়ারের মাধ্যমে নিরাপদে রাখুন নিজেকে

ধরুণ অপরিচিত কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় আপনারা কয়েক জন বন্ধু মিলে ঘুঁড়তে গেছেন। কিন্তু হঠাৎ করে খেয়াল করে দেখলেন আপনার বন্ধুরা কেউ আপনার আশেপাশে নেই, হারিয়ে ফেলেছেন সবাইকে এমনকি মোবাইলেও পাচ্ছেন না কাউকে। এখন কি করবেন, কত ঝামেলার না বিষয়টা! অপরিচিত একটা জায়গায় সব বন্ধুদের সাথে পূণরায় এখন মিট বা সাক্ষাত করবেন কি করে? এরকম বিব্রতকর অবস্থা থেকে রক্ষা পেতে আপনি ব্যবহার করতে পারেন গুগল ম্যাপের “Share your location in real time” নামক ফিচারটি।

Source: google.com/maps

এর জন্য আপনাকে গুগল ম্যাপের মেনুবার থেকে Location Sharing অপশনে ক্লিক করে টাইম ডিউরেশন সিলেক্ট করে আপনার পছন্দমতো যাকে যাকে শেয়ার করতে চান গুগল কনট্যাক্ট লিস্ট থেকে তাদের সিলেক্ট করলেই উপভোগ করতে পারবেন লোকেশন শেয়ারিংয়ের অসাধারণ এক অনুভুতি।

ইন্টারনেট সংযোগ ছাড়াই গুগল ম্যাপ

ভ্রমনপিপাসু সকলের এডভেঞ্চারাস কিংবা দুঃসাহসিক ভ্রমণ করতে কতই না মজা লাগে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি? ভয়ানক সুন্দর এই দুঃসাহসিক ভ্রমনগুলো কতটা বিপদে ফলেতে পারে। যেমন আপনি আফ্রিকার অ্যামাজন জঙ্গলে বেড়াতে গেছেন। ঘুরতে ঘুরতে নিজেকে আবিষ্কার করলেন এক ভয়ংকর জায়গায় এমনকি এখান থেকে আপনি কোনদিকে যাবেন বুঝতে পারছেন। হঠাত মনে পড়ে গেল গুগল ম্যাপের কথা কিন্তু ম্যাপ বের করেই আপনি চমকে উঠলেন! কারণ আপনার লোকেশনে কোন প্রকার নেটওয়ার্ক সংযোগ নাই। এই বিপদ থেকে রক্ষা পেতে কি করবেন তাহলে? মজার বিষয় গুগল কতৃপক্ষ একম পরিস্থিতির সমাধান দিয়েছেন খুব সুন্দর করে।

Source: greenbot.com

এজন্য আপনাকে কোনো নির্দিষ্ট এলাকার ম্যাপটি ডাউনলোড করতে হবে তাহলেই ঐ নির্ধারিত স্থানের রাস্তাঘাট সহ বিস্তারিত সব জানতে পারবেন কোনরকম ইন্টারনেট সংযোগ ছাড়াই।

গুগল ম্যাপেই জেনে নিন ট্রাফিক আপডেট

ঢাকার মতো যানজট পূর্ণ শহরে আগে থেকেই যদি জানা যেতো কোন রাস্তায় কি রকম জ্যাম তথা যানজট তাহলে সবার চলমান কর্মময় জীবন ব্যবস্থাটা হয়তো একটু উন্নত হতো সময় বাঁচার মাধ্যমে। গুগল ম্যাপের “লাইভ ট্রাফিক আপডেট” ফিচারটি ২০০৭ সাল থেকে পৃথিবীর উন্নত দেশেগুলোতে চালু থাকলেও আমাদের দেশ তথা বাংলাদেশে সম্প্রতি চালু হয়েছে এই সেবাটি। যার মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন যানযটের তাৎক্ষণিক সব খবরাখবর।সেবাটি পেতে মেনুবার থেকে ট্রাফিক অবশনে ক্লিক করলেই চালু হয়ে যাবে অভিনব এই সেবাটি।

Source: thinkmarketingmagazine.com

ট্রাফিক অপশনটি চালু হলে ম্যাপে রাস্তার ওপরে সবুজ, হলুদ, কমলা ও লাল রং দেখতে পাবেন। সবুজ রঙের অর্থ হলো সে রাস্তায় এখন জ্যাম নেই। কমলা রঙের অর্থ মাঝারি জ্যাম আর লাল রঙ দেখা গেলে বুঝে নিতে হবে অনেক বেশি যানজট, সে রাস্তায় না যাওয়াই উত্তম!

গুগল ম্যাপে অসম্ভব কিছু

আপনাকে যদি বলা হয়, বলুন তো ২০১৮ সালের ৩০ জানুয়ারি আপনি কোথায় কোথায় গিয়েছিলেন। দিনটি যদি আপনার জন্য বিশেষ কোনো দিন না হয় তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়া প্রায় অসম্ভব। কিন্তু আপনি কি জানেন? এই অসম্ভব কাজটি খুব সহজে করা যায় গুগল ম্যাপের মাধ্যমে। চমৎকার এই সেবাটি পেতে মেনুবার থেকে “Your Timeline” অবশনে ক্লিক করে নির্দিষ্ট তারিখ সিলেক্ট করলেই দেখতে পারবেন ঐ দিনে আপনি কোথায় কোথায় এমনকি কিভাবে যেমন বাসে, হেঁটে না গাড়ি চালিয়ে গেছেন সেটাও জানতে পারবেন।

Source: google.com/maps

অন্যান্য

উপরের প্রধান ফিচার বা বৈশিষ্ট্যগুলো ছাড়াও বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেমন কোন জায়গায় জাওয়ার জন্য শর্টেস্ট রুট বা সহজ পথ দেখার সুযোগ, সহজে জুম করা সহ আরো বেশ কিছু ফিচার। এছাড়াও চালকবিহীন গাড়ির তো পুরোপুরি নির্ভর করে গুগল ম্যাপের উপর। তাই এসব চমৎকার বৈশিষ্ট্যর প্রকৃত অনুভুতি নিতে দেরি না করে শুরু করে দিন গুগল ম্যাপের ব্যবহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *