অ্যাপের নান্দনিক ডিসক্রিপশন লেখায় গুরুত্বপূর্ণ ৫টি পরামর্শ

অনেক প্রোডাক্টই আছে যেগুলো ব্যবহারকারীদের ভালো মানের সেবা দিতে সক্ষম। কিন্তু তারপরও এসব প্রোডাক্ট মানুষ তেমনভাবে ব্যবহার করে না, শুধুমাত্র পণ্য সম্পর্কে সঠিকভাবে না জানার কারণে। আপনার অ্যাপ যতোই কার্যকর ফিচার সংবলিত হোক না কেনো, মানুষ তা কখনোই ডাউনলোড বা ব্যবহার করবে না, যদি না অ্যাপের ডিসক্রিপশন পড়ে তারা আকর্ষিত ও সন্তুষ্ট না হয়। অ্যাপের ডিসক্রিপশনই ব্যবহারকারীকে উদ্ভূত করে অ্যাপটি ব্যবহার করতে।

 

Source: entrepreneur.com

অ্যাপের ডিসক্রিপশন অনেকটাই বিজ্ঞাপন হিসেবে কাজ করে থাকে। কোনো পণ্যের বিজ্ঞাপন যতো চিত্তাকর্ষক হয়, সে পণ্য ততো বেশি কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তাই আপনি যদি আপনার অ্যাপকে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলে ধরতে ব্যর্থ হোন, তবে আপনার অ্যাপ যতোই ভালো ফিচারধারীই হোক না কেন মানুষ তা ব্যবহার করতে উৎসাহবোধ করবে না। অনেক নিম্নমানের অ্যাপেরও ব্যবহারকারীর সংখ্যা বেশি থাকে। এর কারণ অনুসন্ধান করলে দেখবেন, এসব অ্যাপের ডিসক্রিপশন এমন আকর্ষণীয়ভাবে লেখা হয়েছে যে, মানুষ তা পড়ে চিন্তাভাবনা ছাড়াই অ্যাপটি ব্যবহার করতে শুরু করে দিয়েছে। তাহলে আপনাকে জানতে হবে কীভাবে অ্যাপের ডিসক্রিপশন লিখলে তা ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

Source:iphonehacks.com

 

এ আর্টিকেলটিতে থাকছে এমন ৫টি পরামর্শ, যে পরামর্শগুলো অ্যাপ ডিসক্রিপশন লেখার সময় মাথায় রাখলে, আপনি আপনার অ্যাপের অসাধারণ ও আকর্ষণীয় একটি ডিসক্রিপশন লিখতে সক্ষম হবেন। চলুন এবার জেনে নিই মহামূল্যবান সেই ৫টি পরামর্শ।

১. ২৫৫ শব্দের মধ্যে অ্যপটিকে সংজ্ঞায়িত করুন

অ্যাপের ডিসক্রিপশন এমন বড় আকারের লিখবেন না, যা পড়তে গিয়ে ব্যবহারকারীরা বিরক্তবোধ করেন। আবার এমন সংক্ষেপে লিখবেন না, যাতে অ্যাপটিকে যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব হয় না। যদি অ্যাপের ডিসক্রিপশন ২৫৫ শব্দের মতো হয়, তবে এতে ব্যবহারকারীও পড়তে গিয়ে বিরক্ত হবে না। আবার অ্যাপটির বর্ণনাও সুন্দরভাবে তুলে ধরা যাবে। তাই চেষ্টা করুন আপনার অ্যাপের ডিসক্রিপশন ২৫৫ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখার। আ্যপের ফিচার থেকে শুরু করে ডাউনলোডকারীর সংখ্যা, কোনো মিডিয়া আপনার অ্যপের কভারেজ করছে কি না, অ্যাপ সংশ্লিষ্ট বিভিন্ন পরিসংখ্যান ইত্যাদি অ্যাপ ডিসক্রিপশনের মধ্যে তুলে আনার চেষ্টা করুন।

Source: splitmetrics.com

 

মনে রাখবেন অ্যাপ ডিসক্রিপশনে ব্যবহারকারীদের আকর্ষণ করার মতো যেমন বক্তব্য থাকবে, তেমনি আবার অ্যপের মৌলিক গুণাবলি ও কার্যকারিতা সম্পর্কীয়ও তথ্য থাকতে হবে।

২. ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে ডিসক্রিপশন লিখুন

অ্যাপে ডিসক্রিপশনের ভাষা লিখতে হবে ব্যবহারকারীদের দৃষ্টিকোণ থেকে। আপনি যদি অ্যাপ মালিকের দৃষ্টিভঙ্গিতে অ্যাপ ডিসক্রিপশনের বক্তব্য তুলে ধরেন তবে তা ব্যবহারকারীদের কাছে ভালোভাবে বোধগম্য করে তুলতে ব্যর্থ হবে। অ্যাপ ডিসক্রিপশন লেখার সময় নিজেকে একজন ব্যবহারকারী হিসেবে কল্পনা করে লেখা শুরু করুন। এতে অ্যাপের ডিসক্রিপশন পড়তে গিয়ে মানুষ বেশ স্বাচ্ছন্দ্যবোধ করবে এবং অ্যাপটি ব্যবহার করতেও উৎসাহী হয়ে উঠবে। অ্যাপের ডিসক্রিপশন পড়ে মানুষ ভাববে কোনো একজন ব্যবহারকারীই হয়তো অ্যাপটির বর্ণনা লিখেছে।

Source: jedmahonisgroup.com

 

পৃথিবীর বিভিন্ন নামীদামি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করলেও দেখা যায়, তারা সব সময় চেষ্টা করে পণ্যের বর্ণনাকে ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে মানুষের কাছে তুলে ধরতে। তাই আপনিও আপনার অ্যাপের ডিসক্রিপশনের বক্তব্য অ্যাপ ব্যবহারকারীর আলোকে সাজিয়ে তুলুন।

৩. সমস্যাগুলো উল্লেখ করুন ও সমস্যার সমাধান দিন

মনে রাখুন, মানুষের সৃষ্টি কোনো কিছুই নিঁখুত না। তাই আপনার তৈরিকৃত অ্যাপেও কিছু সমস্যা থাকবেই। আপনি অনেক বড় ভুল করবেন, যদি ডিসক্রিপশনে আপনার অ্যাপের সমস্যা ও সীমাবদ্ধতাগুলোকে তুলে না ধরেন। যদি সমস্যাগুলো গোপন করেন, তবে ব্যবহারকারীরা ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবে। তখন সে সমস্যার সমাধান না জানার কারণে অ্যাপটি ব্যবহার করা থেকে নিজেকে বিরত থাকবে। যদিও এটা কোনো জটিল সমস্যা ছিল না, তবু সমাধানের উপায় না জানার কারণে ব্যবহারকারী এ অ্যাপ ব্যবহার বন্ধ করে দেবে। এভাবে আপনি আপনার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা হারাতে থাকবেন। আর আপনি যদি ডিসক্রিপশনে অ্যাপের সমস্যাগুলো উল্লেখ করে, কীভাবে সমস্যাগুলো সমাধান করতে হবে তার উপায় সুস্পষ্টভাবে তুলে ধরেন, তাহলে ব্যবহারকারীরা আপনার অ্যাপটি ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হলে খুবই সহজে নিজেই সমাধান করে ফেলতে পারবে।

 

Source: btcmanager.com

 

এভাবে ডিসক্রিপশনে অ্যাপের সমস্যা ও সীমাবদ্ধতা এবং এগুলোর সমাধান উল্লেখ থাকলে তা ব্যবহারকারীদের মনে ইতিবাচক ধারণার জন্ম দেবে।

৪. মূল ফিচারগুলো হাইলাইট করুন

আপনার অ্যাপে শতশত ফিচার থাকতে পারে। তবে সব ফিচারই ডিসক্রিপশনে উল্লেখ করার প্রয়োজন নেই। এমন কিছু ফিচারকে হাইলাইট করে অ্যাপ ডিসক্রিপশন লিখুন, যে ফিচারগুলো আপনার অ্যাপটিকে অন্যান্য অ্যাপ থেকে আলাদা করেছে। এবং এসব ফিচার ব্যবহারকারীদের বিশেষ সেবা দিতে সক্ষম। লোকে যখন আপনার অ্যাপের ডিসক্রিপশন পড়ে জানতে পারবে, আপনার অ্যাপের ফিচারগুলো অন্যান্য অ্যাপের তুলনায়  অনন্য, তখন সে আপনার অ্যাপটি ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়ে উঠবে।

 

Source: businessinsider. com

আপনার অ্যাপে যদি একটি মাত্র অনন্য বৈশিষ্ট্যমন্ডিত ফিচার থাকে তবে ঐ একটিকেই বিশেষভাবে হাইলাইট করে ডিসক্রিপশনে তুলে ধরুন।

৫. প্রমাণ উপস্থাপন করুন

আপনার অ্যাপ ডিসক্রিপশনে শুধু ফিচার, সমস্যা ও এর সমাধান এবং কার্যকারিতা সম্পর্কে বর্ণনা থাকলেই হবে না। বরং ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত ফিডব্যাক ও প্রমাণ উপস্থাপন করতে হবে।

Source: cadmiumcd.com

 

এক্ষেত্রে কোনো ব্যবহারকারী আপনার অ্যাপ ব্যবহার করে সুফল পেয়েছে এমন কোনো মন্তব্য, কিংবা আপনার অ্যাপ যদি কোনো পুরস্কার পেয়ে থাকে তার প্রমাণপত্র, অথবা ডাউনলোডকারীর সংখ্যা; ইত্যাদি বিভিন্ন বিষয় অ্যাপের ডিসক্রিপশনে অন্তর্ভূক্ত করার চেষ্টা করুন। এগুলো গ্রাহকদের নিকটে আপনার অ্যাপ সম্পর্কে বিশ্বস্ততার জন্ম দেবে।

প্রত্যাশা করা যায় যে, যেকোনো অ্যাপের ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে এই ৫টি পরামর্শ খেয়াল রাখলে সে অ্যাপ ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

Featured Image:  Mobilesyrup.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *