আমরা প্রত্যেকেই কখনো না কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যেখানে হয়তো বলা হয়েছে ‘নিজের সম্পর্কে কিছু বলুন।’ নিজের সম্পর্কে এই কিছু বলাটা কিন্তু শুনতে খুব সহজ মনে হলেও এটি বেশ জটিল। কেননা এর উপর নির্ভর করে আপনার সম্পর্কে অন্যজনের ধারণা কেমন হবে। অথবা আপনার সাথে তার আলাপ জমবে কি-না। কিংবা আপনি যে উদ্দেশ্যে পরিচিত হচ্ছেন সেই উদ্দেশ্য সফল হবে কি-না। এখন মনে করে দেখুন তো, কোথাও আপনার পরিচয় চাওয়া হলে আপনি কী বলেন? আপনার নাম, ঠিকানা, বয়স, পরিবার খুব বেশি হলে আপনার স্কুল, কলেজ ইত্যাদি। এইটুকু আপনি আপনার মতো করে একনিমেষে বলেন, এরপর‌ই কিন্তু দমে যান। এর কারণ কী? কারণটা সহজ। আপনার নিজের ব্যাপারে আর কিছু বলার জন্য খুঁজে পান না। তখন অফিস কিংবা পার্টি এমনকি ক্লাস রুমেও আপনার পরিচয় পর্বটি হয় অন্য পাঁচ দশজনের মতো। ফলে সবার মধ্যে আপনাকে আলাদা চোখে দেখার সুযোগ পায় না আপনার শ্রোতারা। অথচ মাত্র দশটি কৌশল অবলম্বন করে, সকলের মনোযোগ সহজেই কেড়ে গতানুগতিক একঘেয়ে পরিচয় পর্ব থেকে নিজেকে বাঁচাতে পারবেন।

কারো সাথে পরিচয়ের মাধ্যমেই তার ইচ্ছা, আকাঙ্ক্ষা , উদ্দেশ্য নিয়ে জানা যায় ; Source: naukri.com

১. উল্লেখ করুন আপনার স্বপ্নের কাজে আগ্রহের কথা

আপনি বর্তমানে যে কাজে নিয়োজিত, সেই কাজের বাইরে কোনো কাজে আপনার আগ্রহ থাকলে বা গতানুগতিক ক্যারিয়ারের বাইরে আপনি কিছু করতে চাইলে সে সম্পর্কে সবাইকে জানান। আপনার অন্যরকম স্বপ্ন অন্যদের কাছে আপনাকে আলাদা করে তুলে ধরবে।

কাজের আগ্রহ গড়ে উঠতে পারে দক্ষতা, আদর্শ, লক্ষ্যকে কেন্দ্র করে ; Source: usatoday.com

২. প্রিয় খেলায় প্রিয় দল

খেলাধুলা মানুষের অন্যতম একটি বিনোদন ব্যবস্থা। তবে খুব কম মানুষই আছে যারা সত্যিই ভালবেসে খেলাধুলা দেখে বা নিয়মিত খবর রাখেন। কাউকে নিজের সম্পর্কে জানাতে চাই প্রিয় খেলা, দল, খেলোয়াড় এর জুড়ি নেই।

প্রিয় খেলা হতে পারে যেকোনো কিছু ; Source: ec.europa.eu/sport/news

৩. পোষা প্রাণীর নানান ঘটনা

প্রিয় সঙ্গীকে সকলের সাথে পরিচয় করিয়ে দিন। আপনার বিড়াল, কুকুর কিংবা পোষা যেকোনো প্রাণী সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পারে। তাদের নিয়ে মজার ঘটনা বা অদ্ভুত কথা সবার সাথে শেয়ার করুন। এতে করে আপনার ব্যক্তিত্ব সম্পর্কেও সকলের পজিটিভ ধারণা তৈরি হবে।

প্রিয় সঙ্গীর সাথে প্রিয় মুহূর্ত; Source: Pinterest.com

৪. নিজের অদ্ভুত কিছু পারদর্শিতা

আপনার যদি এমন কোনো পারদর্শিতা থাকে যা সাধারণত মানুষ করে না তবে প্রদর্শন করুন। এমন নয় যে, এজন্য আপনাকে কঠিন তপস্যা করতে হবে। ব্যাপারটা হতেই পারে ছোটো কোনো ম্যাজিক ট্রিক কিংবা শিষ দেয়ার ভিন্ন কৌশল, কিন্তু সেটিই আপনাকে সবার চেয়ে আলাদা করতে যথেষ্ট।

কয়েন ট্রিক ; Source: Pinterest.com

৫. অতীতের সাফল্য নিয়ে কথা বলুন

আমরা অনেকেই নিজের সাফল্য নিয়ে কথা বলতে চাই না। যদি অতিরিক্ত গর্ব করা হয় – এই ভয়েই হয়তো। অথচ নিজের কিছু গুণের কথা স্বীকার করা খারাপ কিছু না। তাই সুযোগমতো কিছু সফলতার গল্প বলুন। সঠিক সেলফ ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনি আপনার সম্পর্কে অন্যের ধারণা পাল্টে দিতে পারেন। হয়তো আপনার উপর নির্ভরশীলতাও বাড়বে অনেকের। যা আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

সাফল্যের বড় আনন্দ সবার সাথে ভাগ করেই আসে; Source: vectorstock.com

৬. বাকেট লিস্ট তৈরি করুন

এটি আপনার জীবনের সমস্ত লক্ষ্যগুলোর একটি তালিকা, আপনি যে স্বপ্নগুলো পূরণ করতে চান এবং জীবনযাত্রার অভিজ্ঞতাগুলো আপনি যেকোনো ভাবে অর্জন করতে চান সেগুলো হলো আপনার বাকেট লিস্ট। এই বাকেট তালিকায় থাকতে পারে – দেশ-বিদেশ ভ্রমণ, স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগলাইডিং, কারো জীবনে একটি ভালো পরিবর্তন আনা, সাহায্য করা – এমন অনেক কিছুই হতে পারে। মূলকথা হলো আপনি জীবনের শেষ প্রান্তে এসে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকার জন্য যা করতে পারেন সবকিছু নিয়ে একটি তালিকা তৈরি করাটাই বাকেট লিস্ট। নিজের জন্য আজ‌ই একটি তালিকা তৈরি করুন আর সবার সাথে শেয়ার করুন।

আজই তৈরি করে ফেলুন আপনার বাকেট লিস্ট ; source: choosingfigs.com

৭. প্রিয় উক্তি, কবিতা অথবা ছবি

আপনার জীবনের স্মরণীয় কোনো ঘটনার সাথে মিলে যাওয়া উক্তি, বা কবিতার লাইন অথবা বিখ্যাত কোনো স্থিরচিত্র নিয়ে কথা বলুন, সাথে‌ এও জানান কীভাবে এই কথাগুলো আপনার সাথে মিলে গেল। এরকম কিছু না থাকলে কেবল আপনার ভালো লাগে বলেই আবৃত্তি করে ফেলতে পারেন প্রিয় কবির প্রিয় কবিতা।

প্রিয় বাণীগুলো মনে রাখুন ; Source: braintracy.com

৮. স্বেচ্ছাসেবী কাজ

কোনো দুর্যোগ, দুর্ঘটনার সময়ে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করে মানুষের পাশে দাঁড়িয়েছেন? অথবা কোনো সমাজকল্যাণ সমিতির সাথে যুক্ত আছেন? সেখানের অভিজ্ঞতা আর মজার ঘটনা নিয়ে কথা বলুন। এটি এমন একটি গুণ যা স্বীকার করতে মোটেই দ্বিধাবোধ হ‌ওয়া উচিত নয়।

সেচ্ছাসেবা একটি মহৎ কাজ ; Source: cmmb.org/volunteer-blog

৯. জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

আপনার জীবনের সবচেয়ে বড় সমর্থন আর এখন পর্যন্ত পাওয়া সাফল্য বা অর্জনে কারা সবসময় পাশে ছিলেন? মা, বাবা, ভাইবোন, নাকি অন্য কেউ? কথা প্রসঙ্গে তুলে ধরুন প্রিয় মানুষদের জন্য আপনি জীবনে কী কী করার স্বপ্ন দেখেন।

জীবনে বড় হওয়ার পেছনে সবচেয়ে বড় শক্তি আপনজনেরা ; Source: tubefilter.com

১০. হাসতে নেই মানা

যখন কেউ কথা বলে তখন সবার মনোযোগ ছিনিয়ে নিতে হাসিমুখের চেয়ে বড় হাতিয়ার আর নেই। তাই যখন যাকে যে কথাই বলুন না কেন, হাসিখুশি মুখে বলতে দেখলে যে কেউ আপনার কথায় মন দিতে বাধ্য।

হাসুন, কারণ হাসিমুখই সবার প্রিয় ; Source: freepik.com

এই গুরুত্বপূর্ণ কৌশলগুলো যথাযথভাবে সাজিয়ে, গুছিয়ে উপস্থাপন করে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন যেকোনো জায়গায়। এতে আপনার সম্পর্কে মজাদার তথ্যের পাশাপাশি আপনার ব্যক্তিত্ব নিয়েও গভীর ধারণা দেওয়া হয়ে যায়। তাই খেয়াল রাখুন এখন থেকে আর যেন শুধু নাম আর ঠিকানাতেই আপনার পরিচয় আটকে না থাকে।

Feature image: sunlife.ca