গ্রাফিক্স ডিজাইনার ক্যারিয়ার গঠনে যেসব শহর তালিকার শীর্ষে

Source: nonstopsigns

ভ্রমণ করতে কারই না ভালো লাগে। তবে উজ্জ্বল ক্যারিয়ার তৈরির পাশাপাশি যদি বিভিন্ন দেশে ভ্রমণ অথবা স্থায়ী বসবাস গড়ে তোলা যায়, তার থেকে ভালো কি হতে পারে? বিশ্বের প্রায় প্রতিটি উন্নত দেশের অনেক শহরেই রয়েছে প্রচুর গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা। বিলবোর্ডের পোস্টার থেকে বিভিন্ন গনমাধ্যমে বিজ্ঞাপন আর মার্কেটিংয়ে রয়েছে অফুরন্ত সুযোগ। চলুন জেনে নেওয়া যাক, একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যেসব শহরে দ্রুত ক্যারিয়ার গঠন করা সম্ভব।

কোন ধরনের শহরে প্রচেষ্টা চালানো উচিত?

গ্রাফিক্স ডিজাইনারদের জন্য বড় বড় শহরের তালিকা করার পূর্বে আমাদের আগে কিছু বিষয় জেনে নেওয়া দরকার। এটা সত্য আপনার অসাধারণ দক্ষতা বড় বড় কোম্পানিতে কর্মক্ষেত্রের সুযোগ করে দিবে। কিন্তু যখন এই তিনটি ফ্যাক্টর, বসবাসের খরচ, কর্মহীনতার হার আর ভ্রমণের সময় স্বাভাবিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ তখন সেদিকে পা বাড়ানো কতখানি বুদ্ধিমানের কাজ ? আরেকটু সহজভাবে বললে, ধরুন আপনি উচ্চ পরিমান সেলারির চাকরি বড় একটি শহরের বিখ্যাত কোন কোম্পানিতে শুরু করলেন। কিন্তু সেখানকার বসবাসের অত্যন্ত খরচ থাকবে। ফলে আয়ের বৃহৎ অংশ চলে যাবে আপনার বাসস্থানের ব্যয়ে।

তার উপর যদি আপনি চাকরিচ্যুত হয়ে পড়েন তখন দীর্ঘ সময় আপনাকে বেকার কাটাতে হবে কারণ সকল বড় বড় শহরে রয়েছে প্রচুর পরিমানে বেকার। এরপর রয়েছে চলাচল। প্রতিটি উন্নত শহরেই রয়েছে যানজট যা আপনাকে ভালো ভোগান্তিতে ফেলবে। আর এইসব সমস্যার মধ্যে আপনি হয়তো নিজের জীবন উপভোগ করতেই ভুলে যাবেন। আর যদি নিজের জীবন উপভোগ না করতে পারেন তাহলে উন্নত শহরের সেই বড় বড় কোম্পানিতে চাকরির কোন অর্থ নেই। তাই বসবাসের খরচ, সেলারি, গ্রোথ রেট এবং ভালো পরিবেশের কথা বিবেচনা করে নিম্নোক্ত শহরগুলোর নাম উল্লেখ করা হলো। যেগুলো অধিকাংশের নাম আপনাকে অবাক করে দিবে।

১. নিউইয়র্ক

লিস্টের শুরুতে যে নিউইয়র্কের কথা চলে আসবে সেটা নিয়ে বিষ্ময়ের কিছু নেই। বলা হয়ে থাকে আর্টিস্টের জন্য আর্টিস্টরা এই শহরে খেটে যায়। এই শহরের প্রতিটি কর্নারে আপনি শিল্প খুঁজে পাবেন। আর বিভিন্ন ধরনের আর্টসের অসংখ্য গ্যালারির তো রয়েছেই।

Source: nonstopsigns

শিলিংটন গ্রাফিক্স, পার্সনস ডিজাইন এবং স্কুল অফ ভিজ্যুয়াল আর্টস ছাড়াও অসংখ্য বিখ্যাত গ্রাফিক্স বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান এই শহরে রয়েছে। যেগুলো থেকে প্রতি বছর অসংখ্য গ্রাফিক্সের শিক্ষার্থী তাদের গ্র্যাজুয়েশন অর্জন করে। এছাড়া বিশ্বের বড় বড় কিছু ডিজিটাল গ্রাফিক্স প্রতিষ্ঠানও রয়েছে এ শহরে। যেসব থেকে আপনি সহজেই ইন্টার্নশিপ করে গ্রাফিক্সের জগতে পা বাড়াতে পারবেন।

২. লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া

উষ্ণ আবহাওয়ার শহর ক্যালিফোর্নিয়া গ্রাফিক্স ডিজাইনদের স্বর্গ বলা চলে। বর্তমানে গ্রাফিক্স ডিজাইনারদের কর্মক্ষেত্রের সবথেকে দ্রুত প্রসার ঘটছে এই শহরে। বিভিন্ন ডিজাইনিং ক্ষেত্রে ক্যারিয়ার গঠনের পাশাপাশি অভিনেতা, লেখক, আর্টিস্ট আর কমেডিয়ানদের নিয়ে ভরপুর এই শহর। যাদের সাথে দ্রুত ভালো সম্পর্ক গড়ে তুলতে পারলেই দ্রুত সফলতার দোরগোড়ায় পৌছানো সম্ভব।

Otis College of Art and Design; Source: nonstopsigns

নিউইয়র্কের মতো এই শহরে রয়েছে বিখ্যাত বেশ কয়েকটি গ্রাফিক্স বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। সেগুলোর মধ্যে ডিজাইন সেন্টার ফর ইউসিএলএ, ইন্সটিটিউট অফ মার্সেন্ডাইজিং এর কথা না বললেই নয়। আর এখানে উচ্চ সেলারির পাশাপাশি বসবাসের খরচও যথেষ্ঠ কম। নিজের ক্যারিয়ার যদি দ্রুত গড়ে তুলতে আগ্রহী হয়ে থাকেন তাহলে লিস্টের শুরুতে রাখুন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের নাম।

৩. মায়ামি, ফ্লোরিডা

আপনি হয়তো ভেবে থাকবেন মায়ামী আসলে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য নয়। বেশিরভাগ আমেরিকানরাই এমনটা ভেবে থাকে। তবে আমেরিকার বিভিন্ন স্টেটের মধ্যে যদি ডিজাইনারদের জন্য সেরা স্থান বিবেচনা করেন তাহলে এই শহরটিকে তিন নম্বরে আপনাকে রাখতেই হবে। মায়ামি মূলত ভালো খাবার আর রাতের নান্দনিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তবে এর প্রতিটি কোণে লাতিন এবং আমেরিকান চারুকার্যময় সৌর্ন্দয দেশের অন্যান্য শহরগুলো থেকে করেছে ভিন্ন।

Source: Yann Houri

মায়ামিতে প্রতিবছর আর্টস বাসেল নামের চিত্র প্রর্দশনী হয়। যেটা বিশ্বের বিভিন্ন আর্টস প্রদর্শনীর মধ্যে অন্যতম আকর্ষণ বটে।

৪. অস্টিন, টেক্সাস

শেষ দশ বছরেই মূলত এই শহরে গ্রাফিক্স ডিজাইনারদের আবাসভূমিতে পরিণত হয়েছে। চিত্র প্রদর্শনী আর গানই এই শহরটিকে চাঙ্গা করে রয়েছে। অস্টিনের নতুন নতুন বিভিন্ন টেক হাব আর দ্রুত বর্ধমান অর্থনীতি এই শহরে অসংখ্য গ্রাফিক্স ডিজাইনের চাহিদা সৃষ্টি করেছে। নিশ্চিত থাকুন গ্রাফিক্স ডিজাইন হিসাবে ক্যারিয়ার গঠনে এর মতো শহর হতেই পারে না।

Source: Yann Houri

৫. সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া

মাত্র নব্বই লাখ জনসংখ্যার এই শহরটিতে গ্রাফিক্স ডিজাইনারদের অন্যতম স্থান বলা যায়। সিলিকন ভ্যালির কাছে অবস্থিত এই শহরে রয়েছে টেক নার্ড আর হিপ্পির সংমিশ্রণ। বলা হয়ে থাকে ডিজাইনার আর মিউজিকের শান্তির স্বর্গ এই শহর।

Source: Yann Houri

অসংখ্য পর্বত, দুর্দান্ত আর্কিটেকচার, অসাধারণ পরিবেশ আর রয়েছে ঘুরে দেখার মতো অসংখ্য চিত্র প্রদর্শনী গ্যালারি। সান ফ্রান্সিসকোর জাদুঘর বিশ্বের সবথেকে ক্রিয়েটিভ আধুনিক আর্টসের সংগ্রহে মধ্যে একটি। প্রতিবছর ছোট ছোট বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে এই শহরে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদার কমতি নেই।

৬. পোর্টল্যান্ড, ওরিগন

অবাক লাগলেও সত্যি, পোর্টল্যান্ড গ্রাফিক্স ডিজাইনারদের জন্য সেরা শহরগুলোর মধ্যে একটি। যদিও পোর্টল্যান্ডের মানুষগুলোর আচরণ আর চলাফেরা একটু অদ্ভুত রকমের, তবে এই শহর ক্রিয়েটিভ মানুষের জন্য অন্যরকম একটি পরিবেশ সৃষ্টি করে। বিশেষত আর্টিস্টদের জন্য। পোর্টল্যান্ডে প্রতিবছর অসংখ্য চিত্র প্রদর্শনী আয়োজিত করা হয়। যেখানে লাখো লাখো মানুষ ভিড় করে। এছাড়া রয়েছে অসংখ্য জাদুঘর এবং কোপিউস, ব্রাউন বক্স ব্রান্ডিং, উইডেন প্লাস কেনেডির মতো অসংখ্য গ্রাফিক্স ডেভলপমেন্ট কোম্পানি। সবথেকে বড় বিষয় হচ্ছে এই শহরে চিত্রকর্মের মূল্য অত্যন্ত বেশি। সাথে সাথে সর্বনিম্ন বসবাসের খরচ। আমেরিকার মধ্যে এত সুলভ মূল্যে বসবাস করতে পারা সহজ বিষয় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *