নিজেই নিজের ওয়েবসাইট তৈরি করে আয় করুন

নিজেকে বিশ্বের কাছে তুলে ধরতে চাইলে তৈরি করে ফেলুন নিজের একটি ওয়েবসাইট। আপনি নিজেই নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সাইট তৈরির আগে ডোমেইন, হোস্টিং, ওয়েব সিকিউরিটি, এস.সি.ও ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। এখন ফ্রীতে ওয়েবসাইট বা ব্লগ তৈরি করা যায়। নিচের এই টিপসগুলো অনুসরণ করলে আপনি নিজেই নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ওয়েবসাইট তৈরি করতে গেলে সর্বপ্রথম একটি মেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। Blogger, WordPress, Jimdo, Weebly সহ বেশ কিছু সাইট রয়েছে যেখান থেকে ফ্রীতে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে Blogger এবং WordPress এ দুটি সাইট থেকে ওয়েবসাইট তৈরি করা ভালো।

world wide web

এ দুটি সাইট থেকে যেভাবে ওয়েবসাইট তৈরি করবেন সে সম্পর্কে আলোচনা করছি।

প্রথমে blogger থেকে ওয়েবসাইট তৈরির কৌশলগুলো বলছি। কম্পিউটার অথবা অ্যান্ড্রয়েড ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার দিয়ে www.blogger.com এই ঠিকানায় যাবেন।

একটি পেজ আসবে। পেজের ঠিক মাঝখানে Creat Your Blog লেখাটিতে ক্লিক করবেন।

ক্লিক করার পর আরও একটি নতুন পেজ দেখতে পাবেন। নতুন পেজের উপরের দিকে Title লেখাটির পাশের খালি ঘরে আপনার ওয়েবসাইটের টাইটেল বসাতে হবে।

ধরুন, আপনি যে সাইটি তৈরি করবেন সেটি খেলাধুলা বিষয়ক হবে। তাহলে টাইটেল দিবেন Sports অথবা আপনার সাইটি হবে বিনোদনের তাহলে Entertainment লিখে দিতে পারেন।

ব্লগার; সূত্রঃ www.blogger.com

এবার Title এর ঠিক নিচে Address নামে আরও একটা খালি ঘর দেখতে পাবেন। সেখানে আপনার ব্লগের ঠিকানা বসাবেন। যেমন আপনি আপনার ব্লগটি www.youthcarnival.org এই নামে খুলবেন তাহলে খালি ঘরে youthcarnival লিখবেন। যদি এই নামে অন্য কোনো ব্লগ না থেকে থাকে তাহলে আপনার দেওয়া নামেই ব্লগটি তৈরি হয়ে যাবে। আর যদি একই নাম দিয়ে অন্য কেউ ইতোমধ্যে কোনো ব্লগ খুলে থাকে তাহলে আপনাকে ভিন্ন নাম নিবার্চন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার দেয়া নামটি গৃহীত না হবে ততক্ষণ ভিন্ন ভিন্ন নাম দিয়ে চেষ্টা করতে হবে। যদি ডানপাশে টিক চিহ্ন দেখতে পান তাহলে বুঝবেন ব্লগটি প্রস্তুত!

এবার রিফ্রেশ দিয়ে আপনি আপনার ব্লগে প্রবেশ করুন। সাইটির হোম পেজের বাম দিকে কিছু মেনু  দেখতে পাবেন।যেমন- Posts, Eearning,Theam, Settings ইত্যাদি।

  • Post- এই অপশনে গিয়ে নতুন পোস্ট দেয়া যাবে ব্লগে।
  • Theam- এই অপশনটি থিম পরিবর্তন বা সেট করার জন্য।
  • Setings- এখানে ক্লিক করে আপনার ব্লগের সেটিংস পরিবর্তন/ পরিবর্ধন করতে পারবেন।
ওয়ার্ড প্রেস, সূত্র; www.wordpress.com

এবার WordPress থেকে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন সে সম্পর্কে আলোকপাত করবো-

WordPress থেকে সাইট তৈরি অনেকটা Blogger থেকে সাইট তৈরি করার মতো। যে কোনো ব্রাউজার দিয়ে www.wordpress.com এই লিংক এ প্রবেশ করুন।

একটি পেজ আসবে। পেজে Get started লেখাটির উপর ক্লিক করবেন।

এবার পেজের একেবারে নিচে গিয়ে Get With Portfolio অপশনটি সিলেক্ট করুন। Theme অপশন থেকে তারপর আপনার পছন্দমতো যেকোনো থিম সিলেক্ট করে নিবেন। চাইলে সাইট তৈরি হয়ে যাওয়ার পরও থিম সিলেক্ট করতে পারবেন।

থিম নির্বাচন করার পর একটি নতুন পেজ দেখতে পাবেন।  নতুন পেজের উপরের দিকে অাপনার সাইটের ঠিকানা দেবার জন্য একটি খালি ঘর পাবেন। অাপনি যে নাম দিয়ে সাইট খুলতে চাচ্ছেন সে নামটি খালি ঘরে বসিয়ে দিবেন। নামটা অবশ্যই নতুন হতে হবে। খালি ঘরটির নিচেই Free লেখা একটি অপশন পাবেন। Free লেখাটির উপর ক্লিক করলে একটি নতুন পেজ অাসবে। এবার অাপনি অাপনার ইমেইল, ইউজার নেইম, পাসওয়ার্ড এবং ঠিকানা বসিয়ে নিন। Continue তে ক্লিক করুন। অাপনার সাইটটি তৈরি!

এবার অাপনার বানানো সাইটির বাম পাশে দেখুন My site নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করুন। Site identity নামে আরও একটা পেজ আসবে। Site identity তে ক্লিক করে আপনার ওয়েবসাইটটির টাইটেল বসিয়ে দিবেন। একই পেজের বাম পাশে Blog posts, media, page, Settings ইত্যাদি কিছু অপশন পাবেন। এই সবগুলো দিয়েই আপনি আপনার সাইটি সুন্দর করে সাজাতে পারবেন।

ওয়েবসাইট থেকে আয়

ব্লগ অথবা ওয়েবসাইট থেকে আয় করা যায়। সেক্ষেত্রে আপনাকে হতে হবে ওয়েব সম্পর্কে পারদর্শী। ওয়েবসাইট থেকে আয় করতে হলে পোর্টফওলিও তৈরি করতে হবে। ওয়েবসাইট থেকে আয় করার অনেক পদ্ধতি রয়েছে। তবে আয় করার প্রধান শর্ত হলো আপনার সাইটে নিয়মিত ভিজিটর থাকতে হবে। ওয়েবসাইট থেকে আয় করার পদ্ধতি নিচে দেওয়া হলো।

ইন্টারনেট থেকে অায়; সূত্রঃ www.internetincome.com

বিজ্ঞাপন প্রর্দশন করে

Adcash, Adsterra, Adsense ইত্যাদি নামে কিছু এড নেটওয়ার্ক রয়েছে। এ ধরনের এড নেটওয়ার্ক থেকে অ

নুমতি সাপেক্ষে তাদের বিজ্ঞাপন আপনার সাইটে দেখিয়ে আয় করতে পারবেন। ওয়েব থেকে টাকা আয় করবার একটি অন্যতম মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন।

গুগল এ্যাডসেন্স; marketingland.com

পণ্য বিক্রয়

ওয়েবসাইট থেকে যে পণ্য বিক্রি করে আয় করা যায় সেটা আপনি জানতে পারবেন রকমারি.কম, বিক্রয়.কম, চালডাল.কম এসব ওয়েবসাইট থেকে। ওয়েবে আপনার পণ্যের প্রচার করবেন। এতে আপনার পণ্য বিক্রি হবে এবং ভালো আয়ও হবে।

ইমেল অ্যাড্রেস সংগ্রহ

ইমেল অ্যাড্রেস সংগ্রহ করেও ওয়েবসাইট থেকে আয় করা যায়। কিছু কিছু সাইট আছে যেগুলো থেকে আমরা মুভি, গান, ইমেজ ইত্যাদি ডাউনলোড করি, তখন সেখানে মেইল অ্যাড্রেস চাওয়া হয়। ইমেইল চাওয়ার কারণ হল তারা ভিজিটরদের ইমেইল অ্যাড্রেস সংরক্ষণ করে থাকে। সংরক্ষণ করবার পর তারা ইমেইল ঠিকানা ইমেইল মার্কেটারদের কাছে বিক্রি করে টাকা আয় করে।

ওয়েবসাইট থেকে টাকা আয় করার আরও মাধ্যম রয়েছে। যা আপনি ওয়েবসাইট ব্যবহার করার পর ধীরে ধীরে জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *