ধনি ব্যক্তি ও দরিদ্র মানুষের মাঝে পার্থক্য

   বেশির ভাগ লোকই ধনী হতে চান, কিন্তু তাদের অধিকাংশই দরিদ্র, কেন?

ধনী ব্যক্তিদের এবং দরিদ্র মানুষের মধ্যে কিছু পার্থক্য আছে। আপনি সাবধানে অধ্যয়ন করেন, তাহলে দেখতে পাবেন সফল মানুষ তাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন ঘটিয়েছে কেবলমাত্র তাদের চিন্তাধারার পরিবর্তন দ্বারা আর যারা দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী তারা সেই পরিবর্তনের কথা চিন্তা পর্যন্ত করে না।

প্রথমত সমৃদ্ধ এবং সফল হতে হলে,  আপনাকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে। আপনার একটি কলেজের ডিপ্লোমা বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী থাকতে হবে আর এর জন্য আপনাকে ভাগ্যবান হতে হবে না আপনি পরিশ্রমী হলেই এটা করতে পারবেন

আপনার কি কি প্রয়োজন তা আপনার সঠিক চিন্তাধারার উপর নির্ভর। সঠিক চিন্তাধারা গড়ে উঠে সঠিক অভ্যাস গঠনের মাধ্যমে। সঠিক অভ্যাস আপনাকে আপনার চিন্তাসমৃদ্ধ জীবনপ্রনালির দিকে ধাবিত করবে।

তাই জেনে নেওয়া যাক ধনি দরিদ্র মানুষের চিন্তার মাঝে যেসকল পার্থক্য আছে সে সম্পর্কে:

) ধনি ব্যক্তিরা বিশ্বাস করে তাদের জীবনের নিয়ন্ত্রণ তাদের নিজ হাতে চিন্তা করে তাদের জীবন তৈরি করে, অপরদিকে দরিদ্র মানুষেরা তাদের জীবনে যা ঘটছে তা নিয়তির কাজ বলে মেনে নিয়ে জীবন যাপন করতে থাকে। তারা তাদের জীবনের জন্য দায়ী বলে বিশ্বাস করে।

তাদের ভবিষ্যত গড়ার জন্য ভাগ্যকে নিয়ে কথা বলে কিন্তু তৈরি করে নেয় না তাদের অর্থনীতি কিংবা জ্ঞানকে কাজে লাগিয়ে গড়ে তোলে না নিজের জীবনকে। দরিদ্র মানুষ সবসময় অজুহাত দেয় এবং পরিস্থিতির উপর দোষারোপ করে। তারা তাদের ব্যবসায় যখন ব্যর্থ হয় তখন দোষারোপ করে তাদের অর্থনীতি ব্যবস্থা, তাদের মনিব, তাদের পরিবারকে। যখন আপনি ভাববেন জীবন মানেই এরকম, যা ঘটছে সব নিয়তির খেলা ছাড়া আর কিছু না, তখন আপনি আপনার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা হারাবেন এবং আপনার ভবিষ্যত নিয়ন্ত্রণ করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে, আপনার ভবিষ্যত তৈরি করার নিয়ন্ত্রণ কেবল আপনার হাতে অন্য কারুর হাতে কিংবা ভাগ্যের উপর নয়।

) ধনী মানুষেরা শেয়ার বাজারে টাকা লাগায় টাকা অর্জনের জন্য কিন্তু দরিদ্র মানুষ টাকা লাগায় টাকা না হারানোর জন্য। দুটি ব্যাপারে বিশাল পার্থক্য আছে:

আপনি কি কখনো শেয়ার বাজারে বিনিয়োগ করতে দেখেছেন? কিছু মানুষ টাকা নষ্ট হয়ে যাবার ভয়ে বিনিয়োগ করে না আর নিজেদের সৃজনশীলতা রুদ্ধ করে ফেলে। তাদের ধারণা থাকেপয়সা বিনিয়োগে নষ্ট করার জন্য নয়।

তবে, সমৃদ্ধ এবং সফল মানুষ জানে ঠিক কোথায় কতখানি টাকা বিনিয়োগযোগ্য। তারা মনে করে টাকা বিনিয়োগ করা হয় জিতবার জন্যই কেবল। দরিদ্র লোক থেকে ভিন্ন হয় তাদের চিন্তাধারা। তারা হারার কথা ভেবে কখনো বিনিয়োগ করে না।

) ধনী মানুষ সুযোগ তৈরি করে অপরদিকে দরিদ্র মানুষ হয় সুযোগ সন্ধানী। আপনি যখন সমস্যায় পরেন তখন আপনার মনোনিবেশ কীরূপ হয়ে থাকে?

আপনি কি মনোনিবেশ করছেন সমস্যাগুলো নিয়ে এবং চিন্তা করছেন কীভাবে অবস্থা আরও খারাপ হতে পারে? নাকি চিন্তা করছেন সমাধানের? পরিস্থিতি কীভাবে পাল্টে ফেলা যায় সেই ব্যাপারে মনোযোগ নিবদ্ধ করছেন?

সাবধানে এই সম্পর্কে চিন্তা করুন। আপনি কে তারচেয়ে বড় কথা আপনি আপনার জীবনের সকল পছন্দ নিজে বাছাই করার ক্ষমতা রাখেন কিনা। যখন আপনি সিদ্ধান্ত নিবেন এগিয়ে যাওয়ার জন্য তখন প্রয়োজন সমস্যার সমাধান নিয়ে চিন্তা করার। সমস্যাটা কত বড় তাকে প্রাধান্য দেওয়ার কোনো মানে হয় না।

) ধনী মানুষ বড় স্বপ্ন দেখার সাহস রাখে যেখানে দরিদ্র মানুষের চিন্তা হয় ছোট।

দরিদ্র মানুষের কাছে মনে হবে ধনি ব্যক্তিরা অনেক লোভী কারণ তারা সবসময় আরও বেশি টাকা অর্জনের কথা ভাবে। এখন আপনি নিজের ক্ষেত্রে এই চিন্তাটা করে দেখুন তো, আপনি যদি অনেক টাকা অর্জন করতে চান সেই চিন্তাটা কি লোভী মানুষের চিন্তার মত মনে হচ্ছে? আপনি এখন যে সুযোগটা নিতে চাচ্ছেন না তা হয়ত আরেক জন নিয়ে নিবে। সবাই সাফল্য অর্জনে যেখানে ব্যস্ত সেখানে আপনি কেন যোগ দিবেন না?

আপনি কি চান না আপনি এবং আপনার পরিবার ভাল জীবন যাপন করুক? সুতরাং বড় চিন্তা করুন। এমুহূর্ত থেকে সেই ব্যক্তিদের জন্য প্রাচুর্যময় জীবনধারা তৈরি করার পথে এগিয়ে যান।

) ধনীরা তাদের স্বপ্নকে বাস্তবে রূপদানে দৃঢ় প্রতিজ্ঞ হয় কিন্তু দরিদ্ররা স্বপ্নকে বাস্তবে রূপদানের চেষ্টা করে না।

আপনি ধনী হতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে কখনো ধনি হতে পারবেন না। কত বার আপনি শুনেছেন মানুষরা বলছে যে তারা ধনি হতে চায় কিন্তু কখনো তাদেরকে সে অনু্যায়ী কাজ করতে দেখেছেন কি?

এই হল দরিদ্র মানুষের মানসিকতা। তারা ধনি হলে কি কি করবে তা নিয়ে চিন্তা করে সময় কাটায় কিন্তু ধনি হওয়ার পথে কখনো পা বাড়ায় না।

) ধনি ব্যক্তিরা শিখতে আগ্রহী হয় অপরদিকে দরিদ্ররা ভাবে তারা সব শিখে নিয়েছে।

আপনি শিখতে না চাইলে কখনো ধনি হয়ে উঠতে পারবেন না। আপনি যদি ভাল আয়ের চিন্তা করে থাকেন তবে আপনাকে আপনার সর্বতম কাজটির মাধ্যমে তা অর্জন করে নিতে হবে। ভাল হতে পারার একমাত্র উপায় ভাল করে শিখতে পারা এবং শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ শিখতে পারার ক্ষমতা রাখা।

আপনি জানেন কি ধনীরা দরিদ্র মানুষদের সকল অভ্যাস এড়ানোর চেষ্টা করে। তারা ব্যর্থ হওয়ার কথা চিন্তা না করে লাভবান হওয়ার কথাকে বেশি প্রাধান্য দেয় বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *