কেনাকাটার যে পরিবর্তন পারিবারিক বাজেট স্থিতিশীল রাখবে

ডিজিটাল প্রযুক্তি বিপ্লবের ফলে দৈনন্দিন জীবন এখন অনেক সহজ হয়ে গেছে। মানুষের জীবন অনেক স্বাচ্ছন্দ্যময় হয়েছে। আর তাই কেনাকাটা করাও অনেক সহজ হয়ে গেছে। এর ফলে বিপত্তি যত হয়েছে মধ্যবিত্ত পরিবারকর্তার। সহজ কেনাকাটার এই যুগে তাইতো মাসের পারিবারিক বাজেট ঠিক রাখা বড় কঠিন হয়ে পড়েছে। অসংখ্য নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ পারিবারিক বাজেট ঠিক রাখতে হিমশিম খাচ্ছেন। কিন্তু এ অবস্থা থেকে উত্তরণের উপায় কী?

Photo: Shutter Stock

এ অবস্থা থেকে উত্তরণের উপায় আছে। তা হলো, কেনাকাটার ব্যাপারে আরো সচেতন হওয়া। আজকের নিবন্ধে এমন কিছু সচেতনতামূলক বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব, যা মেনে চলতে পারলে পারিবারিক বাজেট ঠিক রাখা অনেক সহজ হয়ে যাবে।

কেনাকাটার বিশেষ অফার

মোবাইল সেবাদাতা কোম্পানি থেকে শুরু করে মুদি দোকানি পর্যন্ত সবাই বিভিন্ন সময় কেনাকাটার উপর নানা ধরনের বিশেষ সুবিধা দিয়ে থাকে। কিছু মানুষ আছে এই সুবিধা গ্রহণের জন্য উদগ্রীব থাকে। যার ফলে বিশেষ কিছু সুবিধা পাওয়ার জন্য তারা প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা করে এবং মনে করে এই কেনাকাটার মধ্য দিয়ে তারা জিতে গেছেন। আসলে এই কেনাকাটার মধ্য দিয়ে জিতে যায় বিক্রেতা। কেননা এই বিশেষ অফারটি না দিলে আপনি এত বেশি পরিমাণে পণ্য কিনতেন না। তাতে আপনার যেমন খরচ কম হতো, তেমনি পণ্য বিক্রেতারও বিক্রি কম হতো। কিন্তু অফার দেওয়ার কারণে আপনি বেশি অর্থ খরচ করলেন এবং বিক্রেতার বেশি পণ্য বিক্রি হলো।

Photo: Gulf News

বেশিরভাগ গৃহিণী নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে এমন বিশেষ অফার হাতছাড়া করার ভয়ে বেশি বেশি কেনাকাটা করেন। ফলে প্রতিমাসেই তাদের পারিবারিক বাজেটে ঘাটতি পড়ে।

সুতরাং সকল ধরনের বিশেষ অফার গ্রহণ করার মানসিকতা ত্যাগ করুন। সব সময় নিজের মৌলিক প্রয়োজনের উপর বেশি মনোযোগ দিন। ভুলে যাবেন না ব্যবসা করতে এসে কেউ অকারণে আপনাকে সুবিধা দিবে না।

শপিং সাইটে ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষণ করা

অনলাইন কেনাকাটার সময় অধিকাংশ শপিং সাইট বিশেষ সুযোগ সুবিধার কথা বলে আপনার ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষণ করার অনুমতি চায়। এবং সত্যিই ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষণ করলে তারা বিশেষ সুবিধা দিয়ে থাকে। কিন্তু এর মধ্য দিয়ে শপিং সাইটটি নিশ্চিত করে যে, আপনি ভবিষ্যতেও তাদের সাইট থেকে আরো কেনাকাটা করবেন। পরবর্তীতে তারা নানা রকম সুযোগ-সুবিধার ব্যবস্থা করে আপনাকে দিয়ে প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা করায়।

Photo: Money Under 30

সুতরাং কেনাকাটা করতে গিয়ে প্রতিবার ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার ঝামেলা সহ্য করে যদি নিজের বাজেট ঠিক রাখা যায়, তবে সেটাই ভালো। তাই কোনো শপিং সাইটে নিজের ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষণ করবেন না। তাহলে শপিং সাইটটি আপনাকে প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা করতে প্রলুব্ধ করতে পারবে না।

ক্রেডিট কার্ডে কেনাকাটা না করা

অনলাইন কেনাকাটা বা ক্রেডিট কার্ডে কেনাকাটার একটি খারাপ দিক হলো খরচের অংক উপলব্ধি করা যায় না। অর্থাৎ ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যত টাকাই খরচ করেন না কেন, তা চোখে দেখা যায় না এবং কার্যত কেনাকাটার মধ্য দিয়ে যে আপনার পকেট খালি হয়ে যাচ্ছে সেটা অনুধাবন করা যায় না।

Photo: Wikipedia

এর বিপরীতে আপনি যদি নগদ টাকা ব্যবহার করে কেনাকাটা করেন তবে খরচ হওয়া অর্থের পরিমাণ নিজের চোখে দেখতে পাবেন এবং টাকাগুলো গুনে দেওয়ার সময় যথাযথভাবে খরচের অংক উপলব্ধি করতে পারবেন। এমনকি দিন শেষে আপনার মানিব্যাগ খালি হয়ে যাওয়া দেখতে পারবেন। যা মানসিকভাবে আপনাকে আরো সচেতন করে তুলবে এবং স্বভাবতই আপনি কেনাকাটা কম করবেন। এই ঘটনা নিশ্চিতভাবেই আপনার মাসিক বাজেটের উপর ইতিবাচক প্রভাব ফেলব।

অনলাইন বাজেট গ্রুপে যোগ দেওয়া

মাসের বাজেট এলোমেলো হয়ে গেলে আপনি অসহায় বোধ করতে পারেন। ক্রমাগত অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হলে আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তাই এ অবস্থা উত্তরণের জন্য অনলাইনের বাজেট গ্রুপে যোগ দিতে পারেন।

Photo: Wikipedia

আপনাকে সহযোগিতা করার জন্য এবং পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে সুন্দর জীবন নিশ্চিত করার জন্য অনলাইনে অসংখ্য বাজেট গ্রুপ আছে। যারা মিতব্যায়িতা প্রশিক্ষণ দেয়, পরস্পরের অভিমত শেয়ার করে নতুন নতুন পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করে। আপনি যদি এমন কোনো গ্রুপে যোগ দেন তাহলে যেমন নিজের সমস্যা শেয়ার করতে পারবেন, তেমনি অন্যদের থেকে কার্যকর পরামর্শ নিয়ে নিজের মাসিক বাজেট আরো পরিপূর্ণ করে তুলতে পারবেন।

স্বয়ংক্রিয় সঞ্চয় ড্রাইভ তৈরি করা

প্রতিমাসে স্বয়ংক্রিয়ভাবে অর্থ সঞ্চয়ের ব্যবস্থা করুন। কেননা আপনি যদি মাসের বাজেট নিশ্চিত করার পর সঞ্চয় করার কথা ভাবেন, তাহলে হয়তো কোনো মাসেই আপনি আশানুরূপ সঞ্চয় করতে পারবেন না। কেননা দৈনন্দিন খরচ এমন একটা বিষয় যা চাইলেই কমানো যায় না। আপনি যতই পরিকল্পনা করুন না কেন নানান সূত্রে অর্থ খরচ হতেই থাকবে।

Photo: Ottawa Sun

তাই প্রতিমাসের রোজগার থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক সঞ্চয়ের ব্যবস্থা করুন। যার ফলে খরচ যাই হোক প্রতিমাসে অন্তত কিছু টাকা সঞ্চয় করা সম্ভব হবে। যা পরবর্তীতে বড় ধরনের বাজেট ঘাটতি মোকাবেলায় কাজে আসবে।

উপরিউক্ত পরামর্শের সবটাই নির্ভর করে আপনার সদিচ্ছার উপর। আপনি যদি সত্যিই প্রতিমাসের বাজেট সুসংহত রাখতে চান, তাহলে আপনাকে অনেক বেশি হিসেবি হতে হবে। মিতব্যয়ী হতে হবে এবং সুচিন্তার অধিকারী হতে হবে। উপরিউক্ত পরামর্শগুলো মাথায় রেখে কেনাকাটা এবং দৈনন্দিন খরচ করুন। আশা করা যায় আপনার মাসিক পারিবারিক বাজেট আরো পরিপূর্ণ হবে।

Feature Image: Niskanen Center

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *