IBA MBA এর এক মাসের একশান প্লান

0

খুব বেশী সময় বাকি নেই আর । মে এর লাস্ট অথবা জুনের প্রথমে এক্সাম হতে পারে । সো এখন থেকে আর এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত হবে না । এ সময়ে আপনারা যেভাবে প্রস্তুতি নিতে পারেন………………

১। আগের বছরের প্রশ্ন বারবার শলভ করুন । মিনিমাম তিন বার যেন রিভিশন হয় খেয়াল রাখবেন । যেগুলো ভুল হচ্ছে সেগুলোর একটা নোট নিয়ে নেন । শেষ মুহূর্তে কাজে লাগবে ।

২। গ্রামারের জন্য Cliff’s Tofel আবারো ভালোভাবে একবার রিভাইস করুন । এই বইয়ের শেষের দিকে যে টেস্টগুলো আছে সেগুলো বারবার করুন ।

৩। গ্রামারের ফারদার প্র্যাকটিসের জন্য Baroon’s SAT দেখতে পারেন । এখান থেকে Error Detection & Sentence Correction গুলো ভালোভাবে করুন ।

৪। আইবিএতে Vocab এর গুরুত্ব অনেক খানি কমে গেছে । সো এর পিছনে অনেক বেশী সময় নষ্ট না করাই ভালো । এখন পর্যন্ত যা পড়েছেন সেগুলোই রিভাইস করুন । এছাড়া ইংলিশ নিউজ পেপার বেশী বেশী করে পড়ুন । বিশেষ করে New York Times, Guardian, Economist থেকে ডেইলী ৩-৪ টি করে আর্টিকেল পড়ুন ।

৫। ম্যাথস এর জন্য আগের বছরের প্রশ্ন শলভ করার কোন বিকল্প নেই । এমবিএর প্রশ্ন শলভ করার পর বিবিএর প্রশ্নগুলো ধরতে পারেন । তারপরও করতে চাইলে Official Gmat এবং Nova’s GMAT math bible দেখুন ।

৬। এনালাইটিক্যালের জন্য GRE Big Book এর কোন বিকল্প এখনও তৈরী হয়নি । সো ওটাই বারবার করুন । ১৫ টা টেস্ট ভালোভাবে করলেই হবে ইনশাআল্লাহ্‌ । তবে আগের বছরের প্রশ্ন শলভ করতে ভুলবেন না ।

৭। রাইটিং এর জন্য র‍্যান্ডম টপিক ধরে ধরে লিখুন । ধরেন, সারাদিনের আলোচিত কোন ইস্যুর উপর আপনি ৮-১০ লাইনে ফেসবুকে কিছু লিখে ফেললেন । কমেন্টগুলো ইংলিশে করুন ।

৮। অবশ্যই ১টা রুটিন করে ফেলুন । আপনার পুরো মাসের স্কেডিউল যেন এতে ইঙ্কলুডেড থাকে ।

৯। বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিন । নিজেকে এভালুয়েট করুন । এডমিশন টেস্টে আপনি কত ভালো পারেন এতার সাথে সাথে আপনি অন্যের চেয়ে কতটুকু ভালো এটা বোঝাটাও জরুরী ।

১০ । টাইম ম্যানেজম্যান্টে বিশেষ নজর দিন । মনে রাখবেন আপনাকে ১০০% পেতে হবে না । প্রতি সেকশনে ৬০% করে পেলেই হবে । সো এই ফাইন টিউনিংটা মডেল টেস্টের সময় করে ফেলুন ।

হ্যাপি প্রিপেয়ারিং !

Courtesy:  Shahriar Ahmed Sadib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *