গ্রাফিক্স ডিজাইনিংয়ে ক্যারিয়ার কি আপনার জন্য উপযুক্ত?

photo: ignatian

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গঠন তখনই সম্ভব যখন আপনি আর্টস পছন্দ করেন। তবে হ্যাঁ, আপনি আর্টস পছন্দ করেন। বিভিন্ন গ্রাফিক্সের কাজের মধ্যে নিজের সৃজনশীলতা খুঁজে পান। তবে আপনার পরিবার, বন্ধু অথবা আত্মীয়স্বজন আপনাকে প্রায় একথা শোনায় যে, চারুকলাতে আসলে কোন ভবিষ্যত নেই। ব্যাপারটা যদি তেমনই হয়ে থাকে, তাহলে নিশ্চিত আপনি জানতে চাচ্ছেন গ্রাফিক্সের ক্যারিয়ার আসলেই কি তেমন। আর ক্যারিয়ার হিসাবে গ্রাফিক্স ডিজাইনিংয়ে নিজের মধ্যে কি কি বিষয় থাকতে হবে।

বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে ধারনা ক্যারিয়ার হিসাবে গ্রাফিক্সে কাজ আকর্ষণীয় নয়। কারন এই লাইনে অর্থ আয় করা কঠিন। এটা ভুল ধারনা। কারন আমাদের দেশেই প্রতিবছর শুধু গ্রাফিক্স ডিজাইনারদেরই কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার নতুন নতুন চাকরির স্থান সৃষ্টি হয়। তবে একথা সত্য যে অনেকের গ্রাফিক্সে নিজের সৃজনশীলতা যথেষ্ট না হওয়ায় তারা এই সেক্টরে নিজের আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলতে পারেন না।

এখন ধরা যাক, গ্রাফিক্স ডিজাইনিংয়ে আপনার ভালো রকমের সৃজনশীলতা রয়েছে। তবে বুঝতে পারছেন না এই লাইনটি আপনার ক্যারিয়ার গড়ার জন্য ভালো হবে কিনা অথবা সৃজনশীলতা ছাড়াও আপনার কী কী গুণ থাকা এই কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয়। তেমনটি যদি হয়ে থাকে তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

যেসব গুণ সফল গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য প্রয়োজনীয়

 

photo: ignatian

১. প্যাশন এবং যোগাযোগ করার দক্ষতা

প্রায় ৫০ শতাংশ মানুষই ছবি আঁকতে পারেন। যার মধ্যে ১০ শতাংশের কাজ হয়ে থাকে অসাধারণ পর্যায়ে। তবে এই দশ শতাংশের মধ্যে সাধারণত ১ শতাংশ মানুষও এই লাইনে ক্যারিয়ার গঠন করতে পারেন না একটি কারণে। সেটা হচ্ছে মানুষের সাথে তাদের যোগাযোগের বিষয়ে অদক্ষতা। তাই এই বিষয়ে অর্থাৎ যোগাযোগ ক্ষমতা বাড়ানো আপনার জন্য জরুরি। কারণ ভবিষ্যতে আপনার ক্লায়েন্ট পাওয়া থেকে ভালো লিংক তৈরি হওয়া নির্ভর করে মানুষের সাথে আপনার যোগাযোগের দক্ষতার উপর ভিত্তি করে।

২. টিম ওয়ার্ক, অন্যদের সাথে মানিয়ে চলা

দলগত ও মিলিতভাবে অনেকের সাথে কাজ করার যোগ্যতা একজন গ্রাফিক্স ডিজাইনারের থাকা প্রয়োজন। বেশিরভাগ ক্রিয়েটিভ মানুষের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে, একা একা কাজ করার প্রবণতা। তবে আপনি যদি সফল একজন গ্রাফিক্স ডিজাইনার হতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই অভ্যাসটি পরিত্যাগ করতে হবে।

photo: ignatian

কারন আপনি যখন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে নিজের ক্যারিয়ার এগিয়ে নিবেন তখন ক্লায়েন্ট সাথে চুক্তি করা ছাড়াও আপনার অধীনস্তদের বিভিন্ন নির্দেশনা দিতে হবে। এছাড়া আপনার কাজ সম্পর্কে আর্ট ডিরেক্টর, এডভার্টাইজ ম্যানেজার, কপিরাইটারসহ অন্যান্য ডিজাইনারদেরকেও বুঝাতে হবে। আর আপনি যদি ফ্রিল্যান্সার হিসাবে নিজের ক্যারিয়ার গড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সমালোচনা গ্রহণ করার ক্ষমতার পাশাপাশি ডেডলাইনের আগে প্রজেক্ট শেষ করার চাপ নেওয়ার ক্ষমতা তৈরি করতে হবে।

৩. নতুন কিছু শেখার ইচ্ছা

নতুন নতুন বিষয় শিখতে সবার মধ্যেই কমবেশি অনীহা কাজ করে। বিশেষত সেটা যদি হয় বিভিন্ন নিত্যনতুন গ্রাফিক্স সফটওয়্যার। একথা সত্য হাতে গোনা কয়েকটি সফটওয়্যার দিয়ে আপনি ভালো গ্রাফিক্সে কাজ করতে পারবেন।

photo: ignatian

তবে একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে সব ধরনের সফটওয়্যারের উপর দক্ষতা অর্জন করতে হবে। বাজারের নিত্যনতুন সফটওয়্যার ছাড়াও এডোবি ফটোশপ, এডোবি ইলেস্ট্রেটর, ইন ডিজাইন এবং এডোবি ফ্লাশের উপর ভালো দক্ষতা অর্জন করতে হবে। সুতরাং নতুন কাজের ব্যাপারে ইচ্ছে থাকাটা একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য গুরুত্বপূর্ণ।

৪. ব্যবসায়িক চিন্তাভাবনা

যদিও একজন গ্রাফিক্স ডিজাইনারের কাছে অসাধারণ কিছু সৃষ্টি করাটাই গুরুত্বপূর্ণ। তবে এই গ্রাফিক্স ডিজাইনিং যখন আপনার কর্মক্ষেত্র তখন আপনার চিন্তাভাবনা ব্যবসায়ী হওয়া গুরুত্বপূর্ণ। এখানে ব্যবসায়ী চিন্তাভাবনা বলতে বুঝানো হয়েছে আপনার তৈরি গ্রাফিক্সের কাজে ক্লায়েন্টের কি পরিমাণ খরচ হবে, সেই খরচের পরিমাণ তাদের প্রজেক্টের বাজেট মেনে চলে কিনা। এছাড়া তাদের গ্রাফিক্সের কাজে তাদের চাহিদা পরিমাণটি কেমন এসব। এছাড়া যদি আপনার ক্লায়েন্ট একাধিক হয়ে থাকে তাদের সেভাবে ম্যানেজ করার পাশাপাশি তাদের কাছে নিজের মার্কেটিং করাও গুরুত্বপূর্ণ।

৫. নতুন কর্মক্ষেত্রে পর্দাপণ

আপনি যদি এই আর্টিকেলটি পড়ে থাকেন এর অর্থ হচ্ছে হয় আপনি গ্রাফিক্সে কাজ করতে আগ্রহী অথবা আপনার বর্তমান কর্মক্ষেত্র নিয়ে সন্তুষ্ট নন। দ্বিতীয়টি যদি হয়ে থাকে তাহলে একটি বিষয় মাথায় রাখবেন, কর্মক্ষেত্র হুট করে পরিবর্তন করা সহজ বিষয় নয়।

photo: ignatian

তবে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন গ্রাফিক্সেই গড়ে তুলবেন ক্যারিয়ার তাহলে সেটা কোন ভুল সিদ্ধান্ত হবেনা। কাজে আনন্দ আর স্বাধীনতা ছাড়াও এই কাজে রয়েছে ভালো পরিমাণের আয়। ২০১৬ ব্যুরো অফ লেবারের রিপোর্টে দেখানো হয়েছে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইন সাপ্তাহিক ৯০০ ডলারের মত আয় করে যেটা বর্তমানের যেকোন কর্মক্ষেত্রের থেকেই বেশি।

কিভাবে শুরু করবেন?

যেকোন কর্মক্ষেত্র নিজের অবস্থান শক্ত করতে প্রাতিষ্ঠানিক শিক্ষা কোন বিকল্প নেই। আমাদের দেশেই বিভিন্ন ভার্সিটিতে গ্রাফিক্সের উপর গ্রাজুয়েশন রয়েছে।

তবে আপনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার অধ্যায়টি পার করে আসেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স করতে পারেন। এছাড়া বর্তমানে অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের উপর বিভিন্ন ট্রেনিং কোর্সের আয়োজন বড় বড় বিশ্ববিদ্যালয় হতেই করে থাকে। যেটা নব্য একজন গ্রাফিক্স ডিজাইনের ভিত গঠন করে। তবে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থাকে সেটি হেলায় ফেলে দেওয়া বুদ্ধিমানের কাজ হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *