প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির জন্য জনপ্রিয় ৩টি কোর্স

আমাদের প্রতিষ্ঠান ও ব্যবসায়ের উন্নতির জন্য বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করার প্রয়োজন হয়। কোনো একটি কাজকে আমরা তখনই প্রকল্প বলে থাকি, যখন আমাদের সেই কাজটি শেষ করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা থাকে। প্রত্যেকটি প্রকল্পই কোনো একটি লক্ষ্য নিয়ে গঠন করা হয়। আমাদের জ্ঞান, অভিজ্ঞতা, পদ্ধতি, টুলস, যোগ্যতা ও দক্ষতার সঠিক প্রয়োগের মাধ্যমে প্রকল্পের সেই লক্ষ্য পূরণ করতে হয়।

Source: medium.com

বর্তমান সময়ে প্রকল্প ব্যবস্থাপনাকে একটি শক্তিশালী চাকরি ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য বিভিন্ন পদের চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। প্রকল্প ব্যবস্থাপনায় অন্যতম সেরা একটি চাকরির পদ হলো প্রকল্প ব্যবস্থাপক। অধিকাংশ প্রতিষ্ঠানে, বিশেষ করে টেলিকম, আইটি, সফটওয়্যার, ব্যাংক, এনজিও এবং নির্মান শিল্প; তাদের অভ্যন্তরীণ ও বহিঃস্থ প্রকল্প সমূহ বাস্তবায়ন করার জন্য একজন দক্ষ প্রকল্প ব্যবস্থাপকের প্রয়োজন হয়। একজন প্রকল্প ব্যবস্থাপক হচ্ছেন একটি প্রকল্পের লিডার। এজন্য তার প্রকল্প ব্যবস্থাপনার টেকনিক্যাল জ্ঞানের পাশাপাশি নেতৃত্ব ও যোগাযোগের দক্ষতার ন্যায় বিভিন্ন বিষয়ে দক্ষ হতে হয়। প্রকল্প ব্যবস্থাপক ছাড়াও অন্যান্য পদে চাকরি করতে হলে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা থাকা জরুরি। প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা অর্জনের জন্য বেশ কয়েকটি কোর্স প্রচলিত আছে।

Source: businessinsider.com

এসব কোর্স সম্পর্কে বিস্তারিত জানা থাকলে, আপনি সহজেই একটি কোর্স করে, প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারেন; যা আপনার সফল ক্যারিয়ার গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। আমি এ আর্টিকেলটিতে প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষ হওয়ার জন্য, অন্যতম সেরা ৩ টি কোর্স সম্পর্কে আলোচনা করবো।

১. প্রিন্স টু (PRINCE2®)

প্রিন্স টু হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ও স্বীকৃত প্রকল্প ব্যবস্থাপনা পদ্ধতি। প্রিন্স টু প্রতি বছর ১ মিলিয়নেরও বেশি পরীক্ষা নিয়ে থাকে। এখানে প্রকল্প ব্যবস্থাপনায় অনভিজ্ঞ থেকে শুরু করে অভিজ্ঞ সব স্তরের ব্যক্তিদের কোর্স করার সুযোগ রয়েছে। যারা প্রকল্প ব্যবস্থাপনা সম্পর্কে কিছুই জানে না, তাদের জন্য প্রিন্স টুতে ফাউন্ডেশন লেভেল কোর্স রয়েছে; যা এন্ট্রি লেভেল কোর্স হিসেবেও পরিচিত। এ কোর্স করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না।

Source: hackernoon.com

আর যাদের প্রকল্প ব্যবস্থাপনা সম্পর্কে কিছুটা জ্ঞান আছে, কিন্তু পুরোপুরি দক্ষ না; তাদের জন্য রয়েছে অনুশীলন পর্যায় কোর্স। এটি ইন্টারমিডিয়েট লেভেল কোর্স হিসেবে পরিচিত। আর যারা প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ, তাদের জন্য প্রিন্স টু আয়োজন করেছে প্রফেশনাল লেভেল কোর্স। এটি হচ্ছে প্রিন্স টুতে সর্বোচ্চ পর্যায়ের কোর্স। প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা এ কোর্স করার মাধ্যমে, তারা তাদের দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের সুযোগ পাবে। ইন্টারমিডিয়েট ও প্রফেশনাল লেভেল কোর্স করতে হলে অবশ্যই প্রকল্প ব্যবস্থাপনায় পূর্ববর্তী অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি প্রফেশনাল লেভেল কোর্স করেন, তবে আপনি খুব সহজেই প্রকল্প ব্যবস্থাপনায় নিজের ক্যারিয়ারকে উজ্জ্বলভাবে গড়ে তুলতে পারবেন।

২. সিক্স সিগমা (Six Sigma)

সিক্স সিগমা হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ব্যবস্থপনা অ্যাপ্রোচ। কোনো প্রকল্পের গুণগতমান বৃদ্ধি ও নির্ভুলভাবে প্রকল্পের কাজ সমাধান করার একটি সহজ ও ফলপ্রসূ মেথড হচ্ছে সিক্স সিগমা।

Source: thebestschools.org

কীভাবে সবচেয়ে কম ভুল ও ত্রুটি করে একটি প্রকল্পের কাজ সমাধান করা যায়, সিক্স সিগমা সে সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে থাকে। সিক্স সিগমা টার্গেট করে প্রতি ১০ লাখ কাজে ৩.৪ টি ভুল; একটি প্রকল্পে ভুল যত বাড়তে থাকে, সিগমার মানও তত কমতে থাকে। সিক্স সিগমা একটি প্রকল্পের সমস্যা বা ত্রুটি সমাধানে হলুদ বেল্ট, সবুজ বেল্ট, কালো বেল্ট, চ্যাম্পিয়ান, মাস্টার ব্ল্যাক ইত্যাদি দল গঠন করে, গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আগে সমাধান করে ও প্রকল্পে ব্যবস্থাপনা সাপোর্ট নিশ্চিত করে। এছাড়াও সিক্স সিগমার অন্যতম উদ্দেশ্য হলো, কাস্টমারদের সন্তুষ্ট করার মাধ্যমে তাদের বিশ্বাস অর্জন করা ও সময় ব্যবস্থাপনাকে উন্নত করা।

৩. পিএমআই (PMI)

পিএমআই বা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হচ্ছে প্রকল্প ব্যবস্থাপকদের জন্য বিশ্বের বৃহত্তম পেশাদার সদস্যপদ সংঘ। বিশ্বব্যাপী পিএমআইয়ের ৭ লাখেরও বেশি সদস্য রয়েছে। সদস্যলাভের সুযোগ দেওয়া ছাড়াও, পিএমআই বিভিন্ন ধরনের সার্টিফিকেশন দিয়ে থাকে; সর্বাধিক জনপ্রিয় স্বীকৃতি হলো পিএমপি বা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল।

Source: maliyesempozyumu.org

আপনাকে পিএমপি স্বীকৃতি পেতে হলে  কীভাবে একটি নতুন প্রকল্পের দায়িত্ব পাওয়া যাবে, আপনার মূল্যবান প্রকল্প পরিচালনার জন্য কী কী সরঞ্জাম লাগতে পারে, প্রকল্প পরিচালনা কীভাবে করবেন, সময়সূচী কীভাবে নির্ধারণ করবেন, বাজেট ও সম্পদের সীমাবদ্ধতার মধ্যে প্রকল্পের ফলাফল কীভাবে বের করে আনবেন, প্রকল্প পরিচালনা করার জন্য বিভিন্ন কৌশল ইত্যাদি বিষয় জানতে হবে। সেই সাথে পূর্ববর্তী কোনো প্রকল্প ব্যবস্থাপনায় কমপক্ষে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

Source: youthincmag.com

পিএমপি অর্জন করার অর্থ হলো, আপনি প্রকল্প ব্যবস্থাপনায় কাজ করার জন্য যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ। আপনি পিএমপি সনদ পেয়ে গেলে, খুব সহজেই বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের প্রকল্পগুলোতে কাজ করার সুযোগ পেয়ে যাবেন।

কেনো আপনার কোর্স করতে হবে?

প্রকল্প ব্যবস্থাপনায় আপনি যে দক্ষ তার স্বীকৃতি, প্রকল্প ব্যবস্থাপনায় নিজের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি, বড় বড় প্রকল্পে কাজ করার সুযোগ, সাংগঠনিক ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিসহ সর্বোপরি প্রকল্প ব্যবস্থাপনায় আপনার ক্যারিয়ার গঠন করতে হলে; আপনাকে অবশ্যই প্রকল্প ব্যবস্থাপনার এ ধরনের কোনো একটি কোর্স সম্পাদন করতে হবে।

Source: lynda.com

প্রকল্প ব্যবস্থাপনায় কোনো কোর্স করা না থাকলে, আপনার প্রচুর দক্ষতা ও যোগ্যতা থাকলেও সঠিক মূল্যায়ন পাবেন না ও ভালো কোনো প্রকল্পে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

আপনি যদি প্রকল্প ব্যবস্থাপনায় সফল ক্যারিয়ার গড়তে চান, তবে আপনার যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতি অর্জনের জন্য এ ৩ টির মধ্যে যেকোনো একটি কোর্স করে সনদ সংগ্রহ করুন।

Featured Image: e-courses4you.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *