জরুরী অবস্থায় বেঁচে থাকতে যেসব দক্ষতা প্রয়োজন

photo: mashable

কর্মের প্রয়োজনে আমরা নানান রকম দক্ষতা অর্জন করি। কিন্তু জীবনের প্রয়োজনে কয়টা দক্ষতা অর্জন করি? এমন কিছু বিশেষ যোগ্যতা ও দক্ষতা আছে জীবনের প্রয়োজনে যা সব মানুষের অর্জন করা উচিত। দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত নানান জিনিস শেখার পাশাপাশি জংলী জীবন ও আপদকালীন অবস্থায় টিকে থাকার মতো কিছু বিশেষ দক্ষতা অর্জন করাও খুব জরুরী। কেননা জরুরী অবস্থার প্রয়োজনীয়তাকে ঢিলেঢালা বা খাটো করে দেখার সুযোগ নেই।

photo: youtube

আজকের এই নিবন্ধে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যা জীবিত প্রত্যেকটি মানুষের শেখা উচিত। মনে রাখবেন, এই বিষয়গুলো সরাসরি আপনার চাকরী বা ক্যারিয়ার উন্নতির সাথে সম্পর্কিত নয়। কিন্তু বেঁচে থাকতে হলে এবং জরুরি অবস্থা মোকাবেলা করতে হলে এই বিষয়গুলো আপনাকে শিখতেই হবে।

১. দিয়াশলাই ছাড়া আগুন জ্বালানো

আমার বিশ্বাস ম্যাচ ছাড়া আগুন জ্বালানোর কথা শুনেই আপনাদের বেয়ার গ্রিলসের কথা মনে হয়েছে। ডিসকভারি টিভিতে ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানে বেয়ার গ্রিলস বহুবার ম্যাচ ছাড়া আগুন জ্বালানোর দক্ষতা শিখিয়েছে।

সারভাইভাল এক্সপার্ট বেয়ার গ্রিলস ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা photo: mashable

আমিও বেয়ার গ্রিলসের ভাষায় বলতে চাই, আপনি কখনই জানেন না সামনে আপনার জন্য কী বিপদ বা পরিস্থিতি অপেক্ষা করছে। তাছাড়া আগুন মানুষের টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। উষ্ণতা, আলো, শক্তি এবং খাবার রান্নার জন্য আগুন প্রয়োজন। সুতরাং যেকোনো আপদকালীন পরিস্থিতি মোকাবেলা করতে আপনাকে ফ্যাক্টরিতে প্রস্তুত করা ম্যাচ ছাড়া আগুন জ্বালানো শিখতে হবে।

২. টিকে থাকার মৌলিক দক্ষতা

আপনি কখনো জঙ্গলে রাত কাটিয়েছেন? হয়তো না! কিন্তু এই নিশ্চয়তা কি দিতে পারেন যে কখনো আপনার জঙ্গলে রাত কাটানোর প্রয়োজন হবে না? নিশ্চয়ই এই নিশ্চয়তা আপনার কাছে নেই।

photo: hiconsumption

সুতরাং জঙ্গল বা বিরান ভূমিতে টিকে থাকা এবং সেখান থেকে বেঁচে ফেরার দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। আপনাকে জানতে হবে জঙ্গলের বৈশিষ্ট্য দেখে কিভাবে বিশুদ্ধ পানির সংস্থান করতে হয়। কিভাবে খাবার খুঁজতে হয়। কোন ধরনের বৈশিষ্ট্য যুক্ত খাবার খাওয়ার উপযুক্ত আর কোনগুলো খাওয়ার উপযুক্ত নয়।

জঙ্গলে বসবাস করার মতো তাৎক্ষণিক ঘর এবং বিছানা প্রস্তুত করা, মাছ ধরা, নদী পার হওয়া, শরীরের তাপমাত্রা ধরে রাখা এবং শরীরের খাদ্যের চাহিদা পূরণ করা ইত্যাদি দক্ষতা আপনার থাকতে হবে। সুতরাং আজই টিকে থাকার এসব মৌলিক দক্ষতা অর্জন করা শুরু করুন।

৩. সবজি চাষ করা

আপনি হয়তো শহরে বসবাস করেন। কোনো উচ্চপদে চাকরি করেন। আপনার প্রচুর টাকা আছে। বাজার থেকে ইচ্ছামতো প্রয়োজনীয় সবজি, মাছ, মাংস কিনতে পারেন। তবুও বাড়িতে কিছু অতি প্রয়োজনীয় সবজি এবং ফল চাষ আপনাকে শিখতে হবে।

photo: phig blog

ভালো সবজি চাষ শিখতে দক্ষতা, অভিজ্ঞতা এবং সময় ব্যয় করার প্রয়োজন হয়। সুতরাং আপনার আজই এ ব্যাপারে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করার চেষ্টা চালাতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যা, খাদ্যে ভেজাল, পরিবেশ দূষণ, বায়ু দূষণ সহ নিত্যনৈমত্তিক নানা সমস্যায় জর্জরিত  শহরে বসবাস করা আপনি জানেন না কখন আপনার এই দক্ষতার প্রয়োজন হবে।

৪. সাঁতার কাটা

আপনি যদি এখনো সাঁতার কাটতে না জানেন তবে আর এক মুহূর্তও বিলম্ব করবেন না। আজই সাঁতার শিখতে নেমে পড়ুন। সাঁতার জানা প্রত্যেকটি মানুষের জন্য অবশ্য প্রয়োজনীয়। আপনার জীবনে অনেক জরুরি অবস্থার সম্ভাবনা আছে যেখানে সাঁতার জানার দক্ষতা প্রয়োজন হবে।

photo: medford fitness

কেননা আমাদের দেশের কোনো না কোনো অংশ প্রতি বছরই বন্যার কবলে পড়ে। লঞ্চ ডুবিসহ নৌ দুর্ঘটনা লেগেই আছে! তাছাড়া জীবনের প্রয়োজনে আপনার নানান দেশ, নদী, সমুদ্র ভ্রমণ করার প্রয়োজন হবে। এইসব জায়গায় যেকোনো মুহূর্তে আপনি বিপদে পড়তে পারেন। নৌ দুর্ঘটনা, বন্যা অথবা জলে ডুবে যাওয়া সম্পর্কিত যেকোনো বিপদ থেকে রক্ষা পেতে সাঁতার আপনাকে জানতেই হবে।

৫. গাড়ির টায়ার পরিবর্তন

অনেকে মনে করে ব্যক্তিগত গাড়ি থাকলেই যাতায়াত জনিত সমস্যা সমাধান হয়ে যায়। যেকোনো লম্বা দূরত্ব নিরাপদে পাড়ি দেওয়া যায়। প্রয়োজনীয় কাজ সময়মতো সারা যায়। কিন্তু যদি কখনো এমন হয়, বাড়ি থেকে বের হবার পর বিমানবন্দরে পৌঁছে ফ্লাইট ধরার পথে আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় কাছাকাছি কোথাও যদি গাড়ির টায়ার মেরামত করার দক্ষ কোনো কর্মী না থাকে, তাহলে কি করবেন?

photo: cars

সুতরাং ব্যক্তিগত গাড়ি থাকলে এবং তা চালাতে জানলেই হবে না। গাড়ির টায়ার পরিবর্তন করাও জানতে হবে। কেননা দুর্গম পথে যে কোনো সময় গাড়ির চাকা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আজই গাড়ির টায়ার পরিবর্তন করা শিখে নিন।

৬. অন্য গাড়ির ব্যাটারি দিয়ে গাড়ি স্টার্ট করা

অন্য গাড়ির ব্যাটারি দিয়ে গাড়ি স্টার্ট করতে পারা বিশেষ একটি দক্ষতা। এই দক্ষতা সবার মধ্যে থাকে না। আপনার যদি ব্যক্তিগত গাড়ি থাকে তাহলে ড্রাইভিং এবং টায়ার পরিবর্তন করা শেখার মতো অন্য গাড়ির ব্যাটারি দিয়ে গাড়ি স্টার্ট করা শেখাও সমান গুরুত্বপূর্ণ। আপনার পিতামাতা বা অন্য অভিভাবকদের নিশ্চয়ই এভাবে কখনো গাড়ি স্টার্ট করতে দেখেছেন। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেও অন্য গাড়ির ব্যাটারি দিয়ে গাড়ি স্টার্ট করা শিখুন। দুর্গম পথে টায়ার নষ্ট হয়ে যাওয়ার মতো গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাওয়াও খুব সাধারণ ঘটনা।

photo: grimmer motors

সুতরাং যেকোনো মুহূর্তে এই কাজের প্রয়োজন দেখা দিতে পারে। যদি অন্যদের দেখে না শিখে থাকেন, তবে আজই অভিজ্ঞ কারো শরণাপন্ন হোন এবং শিখে নিন কিভাবে অন্য গাড়ির ব্যাটারি দিয়ে গাড়ি স্টার্ট করতে হয়। এই নিবন্ধে আলোচিত বিষয়গুলোর কোনোটি চাকরির ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় না। কিন্তু প্রকৃতির পরীক্ষায় পড়লে এই দক্ষতাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগে।

এমন আরও অনেক দক্ষতা আছে যা জীবনে হয়তো একবার প্রয়োজন হয়। কিন্তু সেই একবারের প্রয়োজন মেটাতে না পারলে আপনার মৃত্যুও হতে পারে। সুতরাং এই দক্ষতাগুলো হালকা ভাবে নিবেন না। আজ না শিখলে বিপদের মুহূর্তে শুধু হা-হুতাশ করবেন, কিন্তু কিছুই করার থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *