ইউএনআইএল মাস্টার্স স্কলারশিপ

বর্তমান সময়ের শিক্ষার্থীরা সবাই চায় নিজেকে উন্নত ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে। তাই স্বপ্নও থাকে উন্নত বিশ্বকে নিয়েই। অথচ সেইসব দেশের স্নাতক স্তরের লেখাপড়া অত্যন্ত ব্যয়সাপেক্ষ। সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের পক্ষে এর ব্যয়ভার বহন করা প্রায় অসম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করতেই মাঝে মাঝে কিছু বিশ্ববিদ্যালয় বিদেশী ও মেধাবী শিক্ষার্থীদেরকে দিয়ে থাকে স্কলারশিপ।

আজকে আমরা The University De Lausanne এর মাস্টার্স পোগ্রামে যেসকল বিষয়ের স্কলারশিপ পাওয়া যায় তার বিস্তারিত জানবো। UNIL বা University De Lausanne সুইজারল্যান্ডের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। যা ইউরোপের মধ্যে ১১ তম অবস্থানে রয়েছে।

ইউনিভার্সিটি দ্যা লাউসান্নের সামনের দৃশ্য; Source: University De Lausanne

উচ্চ শিক্ষার জন্য সুইজারল্যান্ড একটি আদর্শ দেশ হিসেবে স্বীকৃত। সুইস শিক্ষাব্যবস্থা তাত্ত্বিক নয় গবেষণা ভিত্তিক। এখানে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে আপনি সবকিছু হাতে কলমে শিখতে পারবেন। UNIL ছাড়াও বেশ কয়েকটি সুইস বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাঙ্কিং শীর্ষ সারিতে আছে।

সুইজারল্যান্ডের পড়াশোনার খরচ একটু বেশি তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা সুইজারল্যান্ডের বেশির ভাগ বিশ্ববিদ্যালয় বিদেশি ছাত্রছাত্রীদের বৃত্তির ব্যবস্থা করে থাকে। এছাড়াও সুইজারল্যান্ড সরকার ফেডারেল কমিশন ফর স্কলারশিপ ফরেন স্টুডেন্টসের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তির সুযোগ দিয়ে থাকে। তবে এই শিক্ষাবৃত্তি প্রধাণত স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

স্নাতকোত্তর শিক্ষাবৃত্তি কী?

স্নাতকোত্তর শিক্ষাবৃত্তিগুলো সাধারণত বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদান করা হয়ে থাকে। যে বিষয়ে স্নাতক পাশ করা হয়েছে সে বিষয়ের উপর শিক্ষার্থীর দক্ষতা এবং একাডেমিক ফলাফলের উপর ভিত্তি করেই এ ধরনের শিক্ষাবৃত্তিগুলো দেওয়া হয়ে থাকে। শিক্ষার্থীকে অবশ্যই উচ্চ সিজিপিএধারী হতে হবে।

UNIL গড়ে প্রতিবছর ১০ টি শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। শিক্ষার্থী দ্বারা নির্বাচিত প্রোগ্রামের জন্য ন্যূনতম ১ বছরে ১০ মাসের জন্য (যেমন ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই) জন্য বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীকে প্রতি মাসে ১৬০০ সুইচ ফ্রান্স করে দেওয়া হবে। এই হিসেবেই পুরো স্নাতকোত্তর শেষ হওয়া অব্দি অর্থাৎ কোর্সের সময়সীমার উপর ভিত্তি করে ১ বা ২ বছর অব্দি টাকা প্রদান করা হয়ে থাকে।

ইউনিভার্সিটি দ্যা লাউসান্নে’র প্রধান ফটক Source: estrepublicain.fr

তবে শিক্ষার্থীকে অবশ্যই তার একাডেমিক ফলাফল ভালো করতে হবে। কেননা একাডেমিক ফলাফলের উপর ভিত্তি করে তার বৃত্তি দেওয়া হবে। সে যদি প্রথম বছরের পরীক্ষার ফলাফলে অনুত্তীর্ণ হয় তবে তার সকল ধরনের শিক্ষাবৃত্তি বন্ধ হয়ে যাবে।

স্কলারশীপ আগ্রহীদের জেনে রাখা ভালো, যে পরিমাণ অর্থ শিক্ষাবৃত্তি হিসেবে দেওয়া হবে তা সুইজারল্যান্ডের মতো জীবনযাপনের জন্য যথেষ্ট নয়। আর্থিক অবস্থা নিয়ে জানার জন্য সুইজারল্যান্ডের প্রতিটি ভার্সিটির নিজস্ব পেজ রয়েছে। প্রতিটি শিক্ষার্থী চাইলে পেজে যোগাযোগ করে পুরো বিষয়টি জেনে নিতে পারবেন খুব সহজেই৷  ছাত্রছাত্রীদের প্রাপ্ত শিক্ষাবৃত্তি থেকেই প্রতিটি সেমিস্টারে নির্দিষ্ট কোর্সের জন্য ৮০ সুইস ফ্রান্স পরিশোধ করতে হবে।

স্নাতকোত্তর শিক্ষাবৃত্তির জন্য আপনি যেসকল পোগ্রামে আবেদন করতে পারবেন

ইউএনআইএলে বা The University of Lausanne তে ২০১৯ সালে ৪২ টি মাস্টার্স পোগ্রামে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করা যাবে। তার মধ্যে Msc in Nursing Sciences এবং MSc in Health Sciences এই দুটো কোর্সে পার্ট টাইম হিসেবেও ভর্তি হওয়া যাবে। তবে উল্লেখ্য যে প্রতিটি বিষয়েই নির্দিষ্ট সংখ্যক সিট থাকলেই আপনি সে বিষয়ের শিক্ষাবৃত্তির জন্য অনুমোদনপ্রাপ্ত হবেন।

ইউএনআইএলের মনোরম দৃশ্য; Source:Gatewayabroad

যে সকল পোগ্রামে আবেদন করা যাবেনা

– Master from the School of Medicine
– Master of education
– Master of Law from the Universities of Zurich and Lausanne
– Master of criminal Law, magistracy specialism
– Master of Science in Physical Education and Sports Didactics
– Master of Science in Health sciences
– All MASs (PhD programmes)

বিশ্ববিদ্যালয়টি বিদেশী শিক্ষার্থীদের উপরোক্ত কোর্সগুলোতে ভর্তি করায় না তাই এসকল কোর্সে আবেদন না করাই শ্রেয়।

বিশ্ববিদ্যালয়টির অভ্যন্তরীণ প্রাঙ্গণ; Source: Miladinfo

স্নাতকোত্তর শিক্ষাবৃত্তি পাবার জন্য যা অপরিহার্য

  • UNIL এর মাস্টার্স পোগ্রামে ভর্তি হতে হলে UNIL স্নাতক বিষয়ের সমতুল্য একটি বিদেশী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রী আপনার থাকতে হবে।
  • আপনার একাডেমিক রেজাল্টের উপর বিবেচনা করেই শিক্ষাবৃত্তি দেওয়া হয়ে থাকে। তাই খু্ব ভালো সিজি তথা একেডিমেক রেজাল্ট থাকতে হবে।
  • আপনি যে ভাষায় পড়তে ইচ্ছুক সে ভাষার পাশাপাশি একটি ইউরোপিয়ান ভাষা যেমন ফ্রাঞ্চ এবং ইংরেজি ভালো করে জানতে হবে। বিশেষ করে ইংরেজিতে দক্ষ হতেই হবে।
  • সুইজারল্যান্ডের নাগরিক হওয়া যাবে না, সে দেশের বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরণের সার্টিফিকেটধারি হওয়া যাবে না এবং UNIL এ আগে কখনো কোর্স করে থাকলে আপনি আর নতুন করে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
  • আপনাকে প্রশাসনিক ফি হিসেবে ২০০ সুইচ ফ্রান্স প্রদান করতে হবে।

মাস্টার্স স্কলারশিপের জন্য যেভাবে আবেদন করবেন

নিম্নোক্ত ঠিকানায় আপনার সকল কাগজপত্র মেইল করতে হবে। আপনার আবেদনপত্র অবশ্যই কম্পিউটারে পূরণ করতে হবে এবং আবেদনপত্রে স্বহস্তে স্বাক্ষর দিতে হবে। স্কলারশিপের আবেদনপত্র সহ সকল ধরনের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর ঠিকানা:

Université de Lausanne
Service des affaires sociales et de la mobilité étudiante (SASME)
Bâtiment Unicentre
CH – 1015 Lausanne
Switzerland

বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন; Source: Swisspolesportsfederation

বাছাই প্রক্রিয়ার তারিখসমূহ

  • ১ নভেম্বর: নির্ধারিত বছরের অটাম সেমিষ্টারের আবেদনপত্রের শেষ দিন। আবেদনপত্রের সাথে অবশ্যই পোস্টমার্ক সত্যায়িত করে দিতে হবে। কোনো ধরনের অসম্পূর্ণ আবেদনপত্র কিংবা সঠিক কাগজপত্রবিহীন আবেদনপত্র কোনভাবেই বৃত্তির জন্য মনোনীত হবে না।
  • নভেম্বর-ডিসেম্বর এই দুই মাসে আবেদনপত্রগুলো Social Affairs এবং Student Mobility Office (SASME) এর ভর্তিপ্রক্রিয়া কমিটি দ্বারা পরিচালনা করা হয়ে থাকবে।
  • ডিসেম্বর-জানুয়ারি: যাদের আবেদনপত্রে কোন ভুল থাকবে বা কর্তৃপক্ষ কর্তৃক গ্রহণ হবে না তাদের সাথে SASME যোগাযোগ করবে৷ এ সকল শিক্ষার্থীরা কোন ধরনের শিক্ষাবৃত্তির জন্য মনোনয়ন পাবে না।
  • জানুয়ারি-ফেব্রুয়ারি: সঠিকভাবে করা আবেদনপত্রগুলো আবেদনকারীর পছন্দমতো বিভাগের বিভাগীয় প্রদানের নিকট হস্তান্তর করা হবে।
  • ফেব্রুয়ারি-মার্চ: যারা মনোনয়ন পাবেন না তাদেরকে SASME কর্তৃক জানানো হবে। এর পাশাপাশি যে সকল শিক্ষার্থী মাস্টার্স স্কলারশিপের জন্য মনোনয়ন পাবেন তাদেরকেও জানানো হবে।
  • এপ্রিল: ফাইনালি এপ্রিলের শুরুতেই শিক্ষার্থীদেরকে তাদের নির্ধারিত বোর্ড কর্তৃক ডাকা হবে এবং চূড়ান্তভাবে বৃত্তিপ্রাপ্তদের বাছাই করা হবে। ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যে কিংবা ভর্তি ফরম বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

Feature Image: mladiinfo.eu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *