আপনার ঘরের পরিবেশ যে ব্যক্তিগত ব্যাপারগুলোর বহিঃপ্রকাশ ঘটায়

Image Source: rd.com

নিজের বাসা গুছিয়ে রাখতে কে না ভালোবাসে? সবাই নিজের মন এবং রুচিমত তার বাসা গুছিয়ে রাখে। যখন কারো বাসায় গেলে তার রুচিবোধের পরিচয় পাওয়া যায় তার বাসার পরিবেশ দেখে। ধরুন বাসার সামনের ছোট জায়গায় কিংবা ছোট বারান্দায় নানান ধরণের গাছ লাগানো, তখন এতে বুঝা যায় যে, তিনি প্রকৃতিপ্রেমী। আবার অনেকের বাসার দেয়ালে শোভা পায় অনেক ধরণের চিত্রকর্ম, এতে তার চিত্রকর্মের প্রতি দুর্বলতা প্রকাশ পায়। এভাবেই একজন ব্যক্তির বাসার পরিবেশ তার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলে। চলুন দেখে নেওয়া যাক সেই ব্যক্তিগত ব্যাপারগুলো যা আপনার বাসার পরিবেশ দেখেই বুঝা যায়।

আপনার রাজনৈতিক অধিভুক্ততা

আপনার রাজনৈতিক অধিভুক্ততা; Image Source: Pinterest.com

রক্ষণশীলরা সাধারণত তাদের ঘর সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করেন। পলিটিকাল সাইকোলজির এক জরিপে জানা গিয়েছে যে, রাজনীতিবিদদের বাসায় দেশের পতাকা চোখে পড়ার মতো। রাজনীতিবিদদের বাসায় অনেক অনেক বই স্থান পায় আবার সাধারণ জনগণদের বাসায় সচরাচর এত বই দেখা যায় না। জরিপে আরো বলা হয় যে, রক্ষণশীলরা অনেকটা সংস্কৃতিপ্রেমী হয়। তাদের বাসার সাজানোর ধরণ, আসবাবপত্র আভিজাত্যের প্রকাশ ঘটায়।

আপনি টিভিতে যেসব শো দেখেন

আপনি টিভিতে যেসব শো দেখেন; Image Source: rd.com

আপনি টিভিতে যেসব শো দেখছেন তা আপনার ব্যক্তিত্বের অনেক বড় একটি অংশ প্রকাশ করে। ধরুন আপনি টিভিতে যদি প্রতিদিন সিরিয়াল দেখেন তবে তা আপনার সিরিয়ালের প্রতি আসক্তির প্রকাশ ঘটায়। এখন প্রায় প্রতি ঘরেই স্মার্ট টিভি আছে যা কিনা ইন্টারনেটের সাথে যুক্ত। আপনার টিভি যদি সবসময় ইন্টারনেটের সাথে যুক্ত থাকে তবে তা আপনার জন্য ক্ষতির কারণও হতে পারে। ইন্টারনেটের মাধ্যম খুব সহজেই জানা যাবে আপনি কি রকম শো দেখেন। আর তারা এই তথ্য বিভিন্ন এডভারটাইজ ফার্মের কাছে বিক্রি করতে পারে। তাই এমনটি না চাইলে আপনার উচিত নেট সবসময় চালু না রেখে অফ করে রাখা।

আপনার সাথে কে কে বসবাস করছে

আপনি কার সাথে বসবাস করছেন; Image Source: rd.com

আপনার বাসার ময়লা দেখেই বোঝা সম্ভব আপনি কার সাথে বসবাস করছেন। তিনি ছেলে নাকি মেয়ে তাও জানা সম্ভব। এর কারণ হলো লিঙ্গভেদে ব্যাকটেরিয়া ভিন্ন। কেবল মাত্র আপনার বাসার ময়লা পরীক্ষা করে আপনি কোন দেশে থাকেন, কার সাথে  থাকেন তা জানা সম্ভব।

আপনি অন্তর্মুখী নাকি বহির্মুখী

আপনি অন্তর্মুখী নাকি বহির্মুখী; Image Source: rd.com

রঙ বিশেষজ্ঞদের মতে, একটি লাল দরজা মানে আপনি যা ভাবছেন তা বলতে ভয় পাবেন না। অর্থাৎ আপনি সবকিছু সোজাসাপটা ভাবে উত্তর দিন, আগপিছু না ভেবেই। আবার একটি নীল দরজার দ্বারা বোঝায় যে, আপনি সব পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে পারেন। যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন, আপনি তা নিজের মতো করে সহজ করে নিবেন। আবার সবুজ রঙ আপনার ঐতিহ্যগত মনোভাব ফুটিয়ে তুলে। আর অপর দিকে কালো রঙের মাধ্যমে আপনি যদি বহির্মুখী হয়ে থাকেন তবে আপনি আপনার বাসার জন্য খোলামেলা পরিবেশ নির্বাচন করবেন। আবার যদি অন্তর্মুখী হয়ে থাকেন তবে মাটির জিনিসপ্ত্র, বিভিন্ন নমনীয় রং দিয়ে ঘর সাজাবেন।

আপনার ওজন

আপনার ওজন; Image Source: rd.com

কর্ণেল বিশ্ববিদ্যালয়ের এক জরিপে পাওয়া গিয়েছে যে, যেসব বাসায় একটি মাত্র কর্নফ্লেক্সের প্যাকেট পাওয়া গিয়েছে তাদের ওজন গড়ে ২০ পাউন্ড বেশী সেসব মহিলা থেকে যাদের খাদ্য তালিকায় কর্নফ্লেক্স নেই। যেসব মহিলা সোডা পান করেন তাদের গড় ওজন ২৪ থেকে ২৬ পাউন্ড বেশী। আবার যাদের খাদ্যতালিকায় ফল থাকে তারা অন্যদের তুলনায় প্রায় ১৫ পাউন্ড কম ওজনের অধিকারী।

আপনি কতটা গুছানো?

আপনি কতটা গুছানো?; Image Source: rd.com

আপনি কতটা শৃঙ্খল জীবনযাপন করছেন তা আপনার মোজা রাখার ড্রয়ার দেখেই বোঝা যাবে। জরিপে দেখা গিয়েছে, যারা সুশৃঙ্খল এবং সব কাজ বিস্তারিত ভাবে করেন তাদের মোজা রাখার ড্রয়ার সবসময় নোংরা থাকে অন্যদের তুলনায়।

আপনি কোন প্রজন্মের অধিকারী

আপনি কোন প্রজন্মের অধিকারী; Image Source: rd.com

যদি আপনার বাসায় আপনার নিজের ছবি বেশী দৃশ্যমান হয় তবে ধারনা করা হয় আপনার বয়স ৩৫ এর মাঝে। আগের প্রজন্মের সবাই নিজের ছবি প্রদর্শনে আনাড়ী ছিল। অভিজ্ঞদের মতে, এ প্রজন্মের সবাই সোশ্যাল মিডিয়াতে নিজেদের পোর্ট্রেট প্রকাশের চেয়ে সেলফি আপলোড দিতে বেশী অভ্যস্ত।

আপনি কতটা একাকীত্বে ভুগেন

আপনি কতটা একাকীত্বে ভুগেন; Image Source: rd.com

ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যে, যারা বেশী সময় নিয়ে স্নান করেন তারা সাধারণত একাকীত্বে ভোগেন। গবেষকরা মনে করেন যে, আবেগগত উষ্ণতার বিকল্প হিসাবে তারা স্নান এবং ঝরণাগুলো ব্যবহার করেন। আপনি আপনার চাকরিতে বিরক্ত এবং জিমে যেতে রাজি নন।

আপনি জিমে যেতে রাজি নন,আরামপ্রিয়; Image Source: rd.com

উভয় জিনিস সম্ভাব্য যদি আপনি মনে করেন আপনার বিছানা তৈরী করা সময় নষ্ট করা ব্যতীত কিছুই নয়। ৬৮ হাজার মানুষ নিয়ে করা একটি জরিপে দেখা গেছে যে, যারা সকালে তাদের বিছানা তৈরি করে তারা সাধারণত তাদের চাকরি উপভোগ করেন এবং নিয়মিত ব্যায়াম করেন। মনস্তাত্ত্বিকরা এর কারণ হিসাবে বলেন যে, একজন সুখী মানুষের একমাত্র লক্ষ্যই হল সুশৃঙ্খল জীবনযাপন করা।

আপনার বাসায় চুরি হবার সম্ভাবনা

আপনার বাসায় চুরি হবার সম্ভাবনা; Image Source: rd.com

প্রায় এক হাজার চুরির ঘটনা লক্ষ্য করে দেখা গিয়েছে যে, যাদের বাসায় থাই গ্লাসের দরজা রয়েছে তাদের ঘরে বেশী পরিমাণে চুরি হয়ে থাকে। কেননা থাই গ্লাস বা স্লাইডিং গ্লাস খুব সহজেই ভাঙ্গা বা খোলা যায়। এজন্যই চোরদের নজর থাকে এমন বাড়িতে।

আপনি কি উদ্বিগ্ন

আপনি কি উদ্বিগ্ন; Image Source: rd.com

বেশিরভাগ লোক-এমনকি পরিচ্ছন্ন, সংগঠিত ঘরবাড়ি যাদের তাদের বিছানার তলায় বা তাদের ঘরের আলমারিতে লুকিয়ে থাকে অনেক আবর্জনা। আপনি যদি এমন কয়েকজনের মধ্যে একজন না হন, তবে ধরে নেওয়া যেতে পারে যে, আপনি সবসময় উদ্বিগ্ন থাকেন। সামাজিক বিজ্ঞানীরা বলছেন যে, উদ্বিগ্ন মানুষ হচ্ছে তারা যারা তাদের চারপাশের পরিবেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *