আইইএলটিএস পরীক্ষার অন্য অংশগুলোর তুলনায় স্পিকিং হচ্ছে সবচেয়ে ছোট কিন্তু অপেক্ষাকৃত জটিল অংশ। এর দৈর্ঘ্য ১১ থেকে ১৫ মিনিট পর্যন্ত হতে পারে। অনেক পরীক্ষার্থীর কাছেই আইইএলটিএস স্পিকিং পরীক্ষা এক ভীতির নাম। ব্যক্তিগত সাক্ষাৎকারের ক্ষেত্রে আইইএলটিএস স্পিকিং খুব সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ একটি পর্ব। এর জন্য প্রয়োজন হয় গভীর মনোযোগ, সৃষ্টিশীলতা এবং ইংরেজি ভাষায় দক্ষতা।
পরীক্ষার সময় মাথা ঠাণ্ডা রেখে আত্মবিশ্বাসের সাথে উত্তর করা খুব জরুরী। সতর্কতার সাথে শান্ত হয়ে প্রশ্ন বুঝে উত্তর করুন ভালো ফলাফলের জন্য। কিন্তু সতর্ক থাকা আবার মাথাও ঠাণ্ডা রেখে পরীক্ষা দেয়ার ব্যাপারটা কেমন যেন পৃথিবীর দুই মেরুর মতো শোনাচ্ছে তাই না? যখন পরীক্ষার নাম শুনলেই জ্বর আসতে শুরু করে আমাদের। কিন্তু জ্বর আসলে চলবে না। কারণ আত্মবিশ্বাস এ অংশে পরীক্ষায় ভালো ফলাফলের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। আত্মবিশ্বাস রাখতে হবে, ঠিকঠাক উত্তর করতে হবে। কীভাবে এই কঠিন কাজটা সহজে অর্জন করা যায়, চলুন তা জেনে নেয়া যাক।
মনে আছে, ছেলেবেলায় পরীক্ষার সময় বাবা, মা কিংবা পরিচিত কাউকে নিয়ে যেতেন পরীক্ষার কেন্দ্রে? চেনা মানুষজন দেখে আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে পরীক্ষার হলে ঢুকতেন। তারপর যদি সিট পড়তো বন্ধুর সাথে তাহলে তো আর খুশির সীমা নেই। তবে আইইএলটিএস পরীক্ষার কেন্দ্রে বন্ধু কিংবা পরিবারের কাউকে নিয়ে যেতে পারবেন না। তাই যেটা করতে হবে, পরীক্ষার প্রশ্নের ধরন আর সম্ভাব্য প্রশ্নগুলোর সাথে আপনাকে পরিচিতি বাড়িয়ে তুলতে হবে। বন্ধুত্ব করুন তাদের সাথে। যতো বেশী অনুশীলন করবেন, আপনার আত্মবিশ্বাস ততোটাই অটুট থাকবে।
এই লেখাটিতে আইইএলটিএস স্পিকিং এর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো হলো,
- আইইএলটিএস স্পিকিং এর প্রাথমিক ধারনা।
- আইইএলটিএস স্পিকিং এর বিষদ আলোচনা (পর্ব- ১, পর্ব- ২, পর্ব- ৩)।
- আইইএলটিএস স্পিকিং এর প্র্যাকটিস টেস্ট ও তার বিভিন্ন উৎস।
- আইইএলটিএস স্পিকিং স্কোরিং।
- আইইএলটিএস স্পিকিং অনুশীলনের অন্যান্য উৎস।
আইইএলটিএস স্পিকিং: প্রাথমিক ধারণা
আগের লেখাগুলো থেকে আমরা জানি, আইইএলটিএস পরীক্ষা মূলত দুইটি অংশে বিভক্ত।
১। লিখিত পর্ব
২। ব্যক্তিগত সাক্ষাৎকার
লিখিত অংশে শুনে কিংবা পরে প্রশ্ন বুঝে প্রশ্নের উত্তর খাতায় লেখতে হয়। আর ব্যক্তিগত সাক্ষাৎকার অংশে পরীক্ষকের প্রশ্ন শুনে, বুঝে, মুখে উত্তর করতে হয়। লিসেনিং, রাইটিং, রিডিং এই অংশগুলোতে প্রশ্নের উত্তরের জন্য কাগজ ব্যবহার করতে হয়। শুধুমাত্র স্পিকিং অংশে পরীক্ষকের প্রশ্ন শুনে সরাসরি মৌখিক উত্তর করতে হয়।
লিসেনিং, রাইটিং, রিডিং টেস্ট এক সিটিং এ শেষ হয় আর স্পিকিং সাধারণত আলাদাভাবে নেয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে সবগুলো অংশের পরীক্ষা রাখা হয় একই দিনে। কিন্তু অনেক ক্ষেত্রে আবার এক সপ্তাহের গ্যাপ থাকতে পারে। আপনি যখন নিকটস্থ রেজিস্ট্রেশন কেন্দ্রে রেজিস্ট্রেশন করবেন তখনই আপনাকে এই সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
স্পিকিং পরীক্ষার জন্য আপনি যখন নির্দিষ্ট রুমে প্রবেশ করবেন পরীক্ষক আপনাকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করবেন। তারপর তিনি আপনাকে আপনার নিজের সম্পর্কে বলতে বলবেন। এবং এর মাধ্যমেই শুরু হবে ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা যাচাইয়ের পরীক্ষার স্পিকিং অংশ। এই অংশে প্রশ্নোত্তর পর্ব কেমন হতে পারে সে সম্পর্কে ধারণা পাবার জন্য ভিডিও লিংকে গিয়ে দেখে নিতে পারেন, কীভাবে প্রশ্নগুলো করা হয় এবং সেই অনুযায়ী উত্তর করতে হয়। এই ভিডিওটিতে ৭.৫ আইইএলটিএস স্কোর অর্জনকারী একজন পরীক্ষার্থীর স্পিকিং অংশে উত্তর করার ধরন দেখে সহজেই ধারণা করতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত ফলাফলের জন্য কতোটুকু দক্ষতা প্রয়োজন।
আইইএলটিএস স্পিকিং অংশের পরীক্ষায় তিনটি পার্ট থাকে।
আইইএলটিএস স্পিকিং পার্ট- ১
এই পার্টে আপনাকে আপনার নিজের পরিচয় দিতে হবে এবং নিজের সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর করতে হবে। এই অংশ ৪ থেকে ৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে সাধারণত। আইইএলটিএস স্পিকিং এর প্রস্তুতি সম্পর্কেও জানতে চাওয়া হতে পারে। এ সম্পর্কে আপনার অভিজ্ঞতা জানতে চাইতে পারেন পরীক্ষক। ছোট খাটো বিষয়ে সাধারণ প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা হয়ে থাকে এই অংশে। মনে করুন এই মাত্র কারো সাথে আপনার পরিচয় হয়েছে সে ক্ষেত্রে যে ধরনের আলাপ হতে পারে সেই ধরনের কথা-বার্তা নিয়েই এই অংশটি।
আইইএলটিএস স্পিকিং পার্ট- ২
এই অংশটিকে “লং টার্ন” বলা হয়। এখানে আপনাকে একটা টপিক নিয়ে বলতে বলা হবে। কিছু প্রশ্ন ও কিছু সাব পয়েন্ট দিয়ে দেওয়া হবে। এক মিনিট সময় দেওয়া হবে প্রস্তুতি নেবার জন্য এবং আপনাকে দুই মিনিটের বক্তৃতা প্রস্তুত করতে হবে। দুই মিনিটের সংক্ষিপ্ত স্পিচ শেষ হলে স্পিচের পরিপ্রেক্ষিতে আপনি কিছু ফলো-আপ প্রশ্নের মুখোমুখি হতে পারেন।
আইইএলটিএস স্পিকিং পার্ট- ৩
এই অংশে মূলত আলোচনার মাধ্যমে ইংরেজি বলতে পারার দক্ষতা যাচাই করা হয়। প্রথম পার্ট আর এই পার্টের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আপনার নিজের চিন্তা-ভাবনা ও সাধারণ জ্ঞানের পরিধি আপনাকে সাহায্য করবে আপনার বিষয়ে পরীক্ষকের মনে ইতিবাচক ছাপ ফেলতে। দ্বিতীয় পার্টে যে বিষয়ে আপনাকে বলতে বলা হয়েছে, এই অংশে ঐ বিষয়ের বিষদ আলোচনা করা হবে প্রশ্ন উত্তরের মাধ্যমে। তবে এই অংশে প্রশ্নের ধরন আগের দুই ধাপ অপেক্ষা অপেক্ষাকৃত জটিল। কারন পরীক্ষক এই অংশে আপনার কাছ থেকে আপনার মতামত ও আপনার বিশ্লেষণী ক্ষমতা যাচাই করতে চাইবেন। যেমন মনে করুন, দ্বিতীয় পার্টে পরীক্ষক ছেলেবেলার সবচেয়ে প্রিয় স্মৃতি সম্পর্কে জানতে চাইলো। পার্ট- ৩ এ পরীক্ষক জানতে চাইতে পারে “একজন মানুষের সুখী হবার জন্য কী কী করা উচিৎ?” দুইটি প্রশ্নেই আনন্দ বিষয়টি প্রাধান্য পেয়েছে।
উপরের আলোচনা থেকে স্পিকিং টেস্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া গিয়েছে। আইইএলটিএস এর পরবর্তী অংশে কীভাবে স্পিকিং টেস্টের জন্য প্রস্তুতি নিতে পারেন এবং এর বিভিন্ন উৎস গুলো নিয়ে আলোচনা করা হবে।
Featured Image: magoosh.com
স্পিকিং টেস্টের জন্য পরীক্ষা পদ্ধতি ও প্রস্তুতি সম্পর্কে জানা প্রয়োজন সবার প্রথমে। আইইএলটিএস স্পিকিং প্রস্তুতি সম্পর্কিত লেখাগুলোতে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো হচ্ছে,
- আইইএলটিএস স্পিকিং এর প্রাথমিক ধারনা।
- আইইএলটিএস স্পিকিং এর বিষদ আলোচনা (পর্ব- ১, পর্ব- ২, পর্ব- ৩)।
- আইইএলটিএস স্পিকিং এর প্র্যাকটিস টেস্ট ও তার বিভিন্ন উৎস।
- আইইএলটিএস স্পিকিং স্কোরিং।
- আইইএলটিএস স্পিকিং অনুশীলনের অন্যান্য উৎস।
আইইএলটিএস স্পিকিং সম্পর্কিত আগের লেখাটিতে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এই অংশে আমরা জানতে পারবো কোন বিষয় গুলোর উপর জোর দিলে স্পিকিং এ ভালো স্কোর করা সম্ভব। সেই সাথে প্রস্তুতি নেবার উৎসগুলো সম্পর্কেও জানতে পারবো।
আইইএলটিএস স্পিকিং এর প্র্যাকটিস টেস্ট ও এর বিভিন্ন উৎস
ইংরেজিতে একটা কথা আছে ” Knowing your enemy is winning half of the battle.”। যার অর্থ শত্রুকে জানা অর্ধেক যুদ্ধ জয়ের সমান। আইইএলটিএস স্পিকিং পরীক্ষার ময়দানে জয়ী হতে চাইলে শত্রু সম্পর্কে ধারণা নিন। কী ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কে ধারণা পাওয়ার জন্য অনলাইনেই অনেক ওয়েবসাইট পাবেন। যেখানে প্র্যাকটিস টেস্টের মাধ্যমে পরীক্ষা সম্পর্কে ধারণা পাবেন। আবার নিজের দক্ষতা সম্পর্কে জানবেন, দক্ষতা বাড়াতেও পারবেন। এরকম কিছু লিংক নিচে দেওয়া হলো,
আইইএলটিএস স্পিকিং ডায়াগনোস্টিক টেস্ট
আইইএলটিএস স্পিকিং ইন্টারভিউ সিমুলেশন ভিডিও
স্পিকিং টেস্টের প্রস্তুতির জন্য অফিসিয়াল প্র্যাকটিস টেস্ট ও টেক্সবই একটি অন্যতম উৎস। “দি অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু আইইএলটিএস” এ ডিভিডি’র মাধ্যমে স্পিকিং পরীক্ষা সম্পর্কে জানতে পারবেন।
আইইএলটিএস স্পিকিং স্কোরিং
আইইএলটিএস স্পিকিং পরীক্ষায় চারটি প্যারামিটারের উপর নির্ভর করে স্কোর দেওয়া হবে। তবে এর আগে ব্যান্ড নির্ধারণের সাধারণ নিয়ম সম্পর্কে জেনে নিন।
এবার চলুন জেনে নেই স্পিকিং এ ব্যান্ডের হিসাব যে প্যারামিটারগুলোর উপর নির্ভর করে হিসেব করা হয় সে সম্পর্কে।
সচ্ছতা এবং সঙ্গতি (ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স)
স্বচ্ছতা ও সঙ্গতি বিচার করা হয় পরীক্ষার্থীর ইংরেজিতে যথাযথভাবে যোগাযোগ করাতে পারার দক্ষতার উপর নির্ভর করে। কতোটা যুক্তিসঙ্গত, যথাযথ এবং জটিলতা বর্জন করে সাবলীল ছন্দে পরীক্ষার্থী মনের ভাব প্রকাশ করতে পারেন তার উপর নির্ভর করে স্বচ্ছতা ও সঙ্গতির জন্য মার্ক নির্ধারণ করা হয়। স্পিকিং এ পারফেক্ট ৯ স্কোর মানে হচ্ছে পরীক্ষার্থীকে কথা বলার সময় শব্দ খোঁজার প্রয়োজন পড়ে না, ব্যাকরণের দিকেও মনোযোগ দেবার প্রয়োজন হয় না। এক্ষেত্রে ভালো ফলাফলের জন্য পরীক্ষার্থী যা বলতে চান তার অর্থের দিকে মনোযোগ দিতে পারেন, ইংরেজি ভাষার দিকে মনোযোগ না দিয়ে। সঙ্গতি আর স্বচ্ছতা অনেকটা এক মনে হলেও আসলে আলাদা। আইইএলটিএস স্পিকিং পরীক্ষার্থী কতোটা দ্রুততার সাথে তার চিন্তাকে শব্দে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে পারে তার উপর নির্ভর করে সঙ্গতি যাচাই করা হয়।
আভিধানিক জ্ঞান (লেক্সিক্যাল রিসোর্স)
পরীক্ষার্থীর শব্দ ভাণ্ডার কতোটা সমৃদ্ধ, তার উপর নির্ভর করে মার্কিং করা হয় এই অংশে। আপনি কতোটা সঠিকভাবে উপযুক্ত শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করতে পারেন তা যাচাই করে স্কোর করা হয়।
পরীক্ষক আপনাকে নিবিড়ভাবে নিরীক্ষণ করবেন, আপনি কী ধরনের শব্দ কিংবা শব্দগুচ্ছ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করছেন। আপনি একই ধরনের শব্দ কিংবা শব্দগুচ্ছ বারবার ব্যবহার করে মনের ভাব প্রকাশ করছেন, নাকি আপনার ইংরেজি শব্দভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ তার উপর নির্ভর করে আপনাকে মার্ক দেওয়া হবে আভিধানিক জ্ঞানের এই অংশে।
ব্যাকরণ সম্পর্কিত জ্ঞান (গ্রামাটিকাল রেঞ্জ)
কাজ চালানোর জন্য কিংবা মনের ভাব প্রকাশ করার জন্য ব্যাকরণ সম্পর্কে খুব একটা জ্ঞানের প্রয়োজন হয় না। কিন্তু আইইএলটিএস যেহেতু ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের পরীক্ষা তাই এক্ষেত্রে একজন শিক্ষার্থীর ব্যাকরণ সম্পর্কিত জ্ঞান কতোটুকু সেটাও যাচাই করা হয়। চেষ্টা করবেন যতোটা সম্ভব কম ভুল করে উত্তর দেওয়ার। জটিল কিংবা মিশ্র বাক্য ব্যবহারের সময় বাক্যের গঠন ঠিক আছে কিনা, অতীত বা ভবিষ্যৎ সম্পর্কিত বাক্য ব্যবহারের ক্ষেত্রে ক্রিয়া পদ সঠিকভাবে ব্যবহার করেছেন কিনা এবং ব্যাকরণের অন্যান্য নিয়মগুলো মেনে বাক্য গঠন করছেন কিনা, তা লক্ষ্য রাখুন।
যদি আপনার ব্যাকরণ সম্পর্কিত জ্ঞান খুবই সীমিত হয় এবং কথা বলার সময় অনেক বেশি ভুল করেন তবে প্র্যাকটিস টেস্টের প্রশ্নগুলো উত্তর করার সময় রেকর্ড করে নিন। প্র্যাকটিস শেষে বারবার শুনে ভুলগুলো খুঁজে বের করে শোধরানোর চেষ্টা করুন। চিন্তা করে ঠিক করুন, কোন পদ্ধতি ব্যবহার করে ঐ ভুলগুলো এড়াতে পারেন আপনি। যদি সম্ভব হয় এমন কারো থেকে ফিডব্যাক নিন, যার ইংরেজির দক্ষতা নেটিভ লেভেলের। যদি হাতে বেশ কিছু দিনের সময় থাকে তবে ইংরেজি স্পিকিং ক্লাসেও ভর্তি হয়ে যেতে পারেন।
উচ্চারণ (প্রোনানসিয়েশন)
কীভাবে উচ্চারণ করছেন তার উপরও খেয়াল রাখতে হবে। যেমন আপনি চাইলেই আরবি ভাষা এরাবিয়ানদের মতো বলতে পারবেন না। কিন্তু স্পষ্ট করে মনের ভাব প্রকাশের জন্য উচ্চারণ ঠিক থাকা জরুরি। আমাদের ভোকালকর্ড এমনভাবে তৈরি যে এশিয়ানদের ইংরেজি বলার স্টাইলে ভিন্নতা থেকে যায়। তাই আপনার চেষ্টা যদি এমন পর্যায়ের হয় যে আপনি ব্রিটিশ বা অ্যামেরিকানদের অ্যাকসেন্টের কাছাকাছি কিছু করতে পারেন তবে তার জন্য আপনার ঝুলিতে কিছু বাড়তি পয়েন্ট যোগ হবে উচ্চারণের প্যারামিটারের ভিত্তিতে। শুধু শাব্দিক উচ্চারণের দিকে মনোযোগ না দিয়ে নেটিভ লেভেলের দক্ষতা অর্জনের জন্য ব্রিটিশ কিংবা অ্যামেরিকান উচ্চারণের অডিও ক্লিপ শুনুন। মুভি দেখতে পারেন, তবে উচ্চারণের দিকে মনোযোগ দিন।
এই অংশে কোন কোন প্যারামিটারের উপর ভিত্তি করে স্পিকিং অংশে ভালো করতে পারেন সে সম্পর্কে জানলাম। পরবর্তী অংশে স্পিকিং পরীক্ষার ধাপগুলো সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো।
Featured Image: nextopusa.com
আইইএলটিএস স্পিকিং সম্পর্কিত প্রথম লেখাটি থেকে আমরা পরীক্ষার ধরণ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি। ২য় লেখাটিতে কী কী নির্ণায়ক স্পিকিং এর স্কোর নির্ধারণ করতে ব্যবহার হয় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ অংশে তিনটি পর্বের বিষদ আলোচনা করা হবে।
আইইএলটিএস স্পিকিং: ১ম, ২য় ও ৩য় পর্ব (টিপস অ্যান্ড ট্রিক্স)
ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে আইইএলটিএস স্পিকিং এ তিনটি সেকশনে তিন ধরনের প্রশ্নের মাধ্যমে ইংরেজির দক্ষতা যাচাই করা হয়। এ অংশে আমরা বিস্তারিত আলোচনা করবো কী কৌশল অবলম্বন করে ভালো ফলাফল করা সম্ভব।
পর্ব- ১ আইইএলটিএস স্পিকিং এর প্রশ্ন
আপনি যদি এমন কোনো ব্যাক্তির সাথে পরিচিত হয়ে থাকেন যার মাতৃভাষা ইংরেজি, তবে ইতিমধ্যে আপনি জানেন আইইএলটিএস স্পিকিং এর প্রথম পর্বে আপনাকে কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। এ পর্বে সাধারণত আপনার ব্যক্তিগত তথ্য সম্পর্কিত প্রশ্ন করা হয়। যেমন- আপনার স্কুল, জন্মস্থান, পরিবার ইত্যাদি। প্রথম পর্ব পরবর্তী অংশগুলোর প্রস্তুতি পর্ব হিসেবে নিতে পারেন। অপ্রস্তুত মনে হলে এ পর্ব আপনাকে সাহায্য করবে পরবর্তী অংশের জন্য প্রস্তুত হতে।
প্রথম পর্বের প্রশ্নগুলো পরবর্তী অংশের তুলনায় খুবই সহজ। তবে তার মানে এই নয় যে আপনি কোনো প্রস্তুতি নিবেন না। বরং শুরুটা ভালো করে আত্মবিশ্বাসের সাথে করতে পারলে পরীক্ষকের মনে আপনার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে। অনুশীলনের মাধ্যমে নিজেকে এই পর্বের জন্য প্রস্তুত করুন যেন সাবলীলভাবে সব প্রশ্নের উত্তর করতে পারেন। এ ক্ষেত্রে নিন্মোক্ত কৌশল অবলম্বন করতে পারেন।
পর্ব- ১ টিপস ও ট্রিক্স
বিস্তারিত উত্তর করার চেষ্টা করুন
প্রথম পর্বে আপনাকে এমন কিছু প্রশ্ন করতে পারে যার উত্তর এক কথায় দেয়া যায়। এরকম প্রশ্নের ক্ষেত্রে চেষ্টা করুন এক কথায় উত্তর না দিয়ে বিস্তারিত উত্তর করতে। আপনাকে এমন প্রশ্ন করতে পারে যার উত্তর হ্যা কিংবা না। উদাহরণস্বরূপ, আপনার পরিবার কোনো বিশেষ ধরনের উৎসব পালন করে কিনা এ ধরনের প্রশ্নের উত্তর সহজেই হ্যা অথবা না এর মাধ্যমে দেওয়া যায়। এ ক্ষেত্রে শুধু হ্যা অথবা না বলার থেকে বলুন ” হ্যা, প্রতিবছর গ্রীষ্মের ছুটিতে আমরা সবাই দাদার বাড়ি বেড়াতে যাই।”
সমার্থক শব্দ ব্যবহার করুন যতোটা সম্ভব
প্রশ্ন করার সময় যে শব্দ ব্যবহার করা হয়েছে ঐ একই শব্দ ব্যবহার না করে উত্তর করার চেষ্টা করুন।
যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয়, ” কে আপনাকে বাড়ির কাজ করতে সাহায্য করে?”
তিনভাবে এর উত্তর করতে পারেন।
১। আমার বোন আমাকে বাড়ির কাজ করতে সাহায্য করে।
২। আমার বোন সাহায্য করে যখন প্রয়োজন হয়।
এবং
৩। যখনই আমি বাড়ির কাজ করতে সমস্যায় পরি আমার বোন সবসময় আমাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে।
তৃতীয় উত্তরটি এক্ষেত্রে বেশি উপযুক্ত। এভাবে একটু ভিন্নরূপে আকর্ষণীয় করে উত্তর দেওয়ার চেষ্টা করুন।
প্রাসঙ্গিক কথা বলুন
আপনি অপ্রস্তুত বোধ করছেন। তাই যে কোনো সময়ে খেই হারিয়ে অপ্রাসঙ্গিক কিছু বলে ফেলতে পারেন। চেষ্টা করুন যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে ঐ বিষয়ে থাকতে। আপনাকে বলা হলো নদী সম্পর্কে বলতে আর আপনি সারাক্ষণ গরু সম্পর্কে আলোচনা করে শেষে গিয়ে বললেন গরু নদীতে গোসল করে, এমনটি যেন না হয়।
পর্ব- ২ আইইএলটিএস স্পিকিং
এই পর্বে একটা “টপিক কার্ড” পাবেন, যার মধ্যে যে ফিচারগুলো নিয়ে কথা বলতে হবে তার বিস্তারিত ও কিছু প্রশ্ন দেওয়া থাকবে। ১ মিনিট সময় পাবেন ঐ টপিকের উপর উত্তর তৈরি করার জন্য। উত্তর প্রস্তুত হলে ১ থেকে ২ মিনিট সময় পাবেন উত্তর করার। পার্ট- ২ এর প্রস্তুতির জন্য কিছু টপিক ধরে ধরে উত্তর করার অভ্যাস করতে পারেন। তবে পরীক্ষায় কী টপিক পাবেন, সে সম্পর্কে ধারণা করা সত্যিই দুষ্কর। টপিক কার্ডে যে ফিচারগুলো থাকবে সেগুলো হচ্ছে,
ফিচার ১ > টপিকের সাধারণ বর্ণনা
ফিচার ২ > ৩টি বিস্তারিত পয়েন্ট
ফিচার ৩ > আলোচনা
টপিক কার্ডের ডান দিকের নিচের অংশে পার্ট- ২ সম্পর্কিত কিছু প্রশ্ন থাকে। বাম পাশের অংশে টপিকের মূল ফিচারগুলো সম্পর্কে লেখা থাকবে। টপিক সম্পর্কে বলার সময় এগুলোর সাথে সম্পৃক্ত উত্তর দিতে হবে। উদাহরণ স্বরূপ নিচের অংশ দেখতে পারেন,
পর্ব- ২ টপিক কার্ড
ফিচার -১ > কাউকে উপদেশ দিয়েছেন এমন কোনো ঘটনা সম্পর্কে বলুন।
ফিচার- ২> যে অংশগুলো যোগ করতে হবে
– কাকে উপদেশ দিয়েছেন ?
– উপদেশ কী সম্পর্কিত ছিল ?
– ঐ ব্যক্তি কীভাবে নিয়েছিলেন আপনার উপদেশ?
ফিচার- ৩> এবং এরকম উপদেশ দেওয়ার কারণ ব্যাখ্যা করুন।
উত্তর করার আগে ১ মিনিট সময়ের মধ্যে চিন্তা করে উত্তর প্রস্তুত করতে হবে।
পর্ব- ২ টিপস ও ট্রিক্স
- যে প্রশ্নগুলো করা হবে তার উত্তর করুন।
- কথা প্রসঙ্গে অন্য কোনো টপিকে চলে যাবেন না।
- সময়ের দিকে লক্ষ্য রাখুন।
- নোট করার অভ্যাস করুন। মনে রাখবেন বিস্তারিত লেখার সময় পাবেন না।
- এক শব্দ বারবার ব্যবহার না করে সমার্থক শব্দ ব্যবহার করুন যতোটা সম্ভব।
পর্ব- ৩ আইইএলটিএস স্পিকিং এর প্রশ্ন
২য় পর্ব শেষে ঐ টপিক সম্পর্কিত কিছু প্রশ্ন করবেন পরীক্ষক। যেগুলো সরাসরি টপিক সম্পৃক্ত। এর পরপরই তৃতীয় পর্বে চলে যাবেন। অন্য পর্বগুলোর তুলনায় এটি বেশ জটিল। তবে সবসময়ই ২য় ও ৩য় পর্বের মধ্যে একটা যোগসূত্র থাকে।
এই অংশে ২য় পর্বের মতো কোনো সময় দেওয়া হবে না উত্তর প্রস্তুত করার জন্য। বিস্তারিত ও অপেক্ষাকৃত জটিল প্রশ্নের মুখোমুখি হতে হবে এই অংশে।
এই পর্বে সফল হতে হলে মনোযোগ দিয়ে স্থিরতার সাথে!
আইইএলটিএস স্পিকিং পরীক্ষা সম্পর্কে যে তথ্যগুলো জানা প্রয়োজন, তার অধিকাংশই জানা হয়ে গিয়েছে আগের লেখাগুলোতে। এই লেখাটি আইইএলটিএস স্পিকিং সম্পর্কিত শেষ লেখা। এই লেখাটিতে সামগ্রিকভাবে আইইএলটিএস স্পিকিং প্রস্তুতির কিছু টিপস, প্রশ্নের কিছু নমুনা ও আরো বেশ কিছু আইইএলটিএস স্পিকিং প্রস্তুতির উৎস সম্পর্কে তথ্য দেওয়া হবে।
আইইএলটিএস স্পিকিং পরীক্ষার সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে,
১। শুনুন
স্পিকিং টেস্ট বলে এমনটা মনে করবেন না যে আপনাকে শোনার কোনো দরকার নেই। যোগাযোগের প্রথম ও সবচেয়ে জরুরী বিষয়টি হচ্ছে শোনা। বলার আগে শুনে বুঝে নিন। তোতা পাখির মতো মুখস্থ কিছু বলা থেকে বিরত থাকুন।
২। মনোযোগ দিন
প্রশ্নের উত্তর মনের মধ্যে গুছানো এবং কীভাবে উত্তর করবেন তার ধারাবাহিকতা সাজানো সহজ। কিন্তু সাজানো তথ্য গুছিয়ে উপস্থাপন করাটা সবচেয়ে বড় সমস্যা। এর জন্য গভীর মনোযোগের প্রয়োজন। চেষ্টা করুন সব সময় মনোযোগ ধরে রাখতে।
৩। কথা বলুন
যতক্ষণ পর্যন্ত পরীক্ষক আপনাকে না থামান, ততক্ষণ পর্যন্ত বলতে থাকুন। চেষ্টা করুন, যে বিষয়ে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে সেই সম্পর্কে বলতে।
৪। আপনি যা তাই প্রকাশ করুন
আপনি যা তাই প্রকাশ করুন। মেকি কোনো কিছু বিপরীত ফলাফলের কারণ হতে পারে। দক্ষতার প্রমাণ রাখতে গিয়ে মুখস্থ করতে যাবেন না। ভাষা মানুষের সহজাত প্রবৃত্তির অংশ। পরীক্ষক খুব সহজেই ধরতে পারবেন, যদি মুখস্থ করে কিছু বলতে যান কিংবা মিথ্যা উত্তর দেন।
স্পিকিং এর কিছু নমুনা প্রশ্ন ধাপগুলোর জন্য
পর্ব- ১ এ সাধারণত জিজ্ঞেস করা হয় এমন কিছু প্রশ্ন
নিজের সম্পর্কে বলুন…………আপনার বাড়ি কোথায়/ আপনি কোথায় থাকেন
- আপনি কোথায় থাকেন/ আপনার বাসা কোথায়?
- এটা কোথায় ?
- আপনার এলাকার কোন জিনিসটি সবচেয়ে পছন্দের? কেন?
- আপনার এলাকার কোন জিনিসটি সবচেয়ে অপছন্দের? কেন?
- এলাকাটি কেমন?
- এলাকাটি সম্পর্কে বলুন।
- আপনার এলাকার সবচেয়ে সুন্দর জায়গাটি কোথায়?
- আপনার এলাকার অধিকাংশ লোক কী করেন?
- আপনি কীভাবে আপনার এলাকার উন্নতিতে অবদান রাখতে পারেন?
- সাম্প্রতিক আপনার এলাকায় কোন কোন বিষয়গুলোর পরিবর্তন হয়েছে?
বলুন…………… আপনার গ্রামের বাড়ি সম্পর্কে/ আপনি যে জায়গা থেকে এসেছেন তার সম্পর্কে/ আপনার দেশ/ যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন ইত্যাদি সম্পর্কে। মোটামুটি এই ধরনের প্রশ্ন পরীক্ষক করে থাকেন। এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর কী হতে পারে ভেবে নিয়ে অনুশীলন করা শুরু করে দিন।
পর্ব- ২ এ সাধারণত জিজ্ঞেস করা হয় এমন কিছু প্রশ্ন
আপনি কি করেন?
পরীক্ষক আপনাকে জানাবেন যে আপনার বর্তমান কাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কী করেন, চাকরি নাকি পড়ালেখা? এটা শুধু মূল প্রশ্ন যাতে পরীক্ষক বুঝতে পারেন এরপর কী ধরনের প্রশ্ন করতে হবে। তাই এই প্রশ্নের উত্তর করুন এক শব্দে।
চাকরি / কাজ
- আপনি কোথায় কাজ করেন?
- আপনি কী কাজ করেন?
- আপনি কি আপনার কাজ উপভোগ করেন? কেন?
- আপনার কাজের কোন অংশটি অপছন্দের ? কেন ?
- আপনি কীভাবে উন্নতি করতে চাইবেন ক্যারিয়ার জীবনে?
- এই কাজের জন্য কোন ধরনের ট্রেনিং প্রয়োজন বলে মনে করেন ?
- এই কাজ কিংবা ক্যারিয়ার কেন পছন্দ করলেন ?
- আপনি কী ভবিষ্যতে আপনার ক্যারিয়ার পরিবর্তন করতে পছন্দ করবেন?
- আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী ?
পড়ালেখা
- আপনি কোথায় পড়েন?
- কোন বিষয়ে পড়ালেখা করেন?
- এই বিষয় কেন নির্বাচন করেছেন?
- এই বিষয়ের কোন অংশটি আপনার সবচেয়ে পছন্দের? কেন?
- কোন অংশটি অপছন্দের? কেন?
- আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
- আপনার মতে ভবিষ্যতে কোন বিষয়ের চাহিদা সবচেয়ে বেশি হতে পারে?
- ছেলে ও মেয়েদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিষয়টি কোনটি?
এরপর কোনো পরিস্থিতি দিয়ে আপনাকে সে সম্পর্কে বলতে বলা হবে।
পর্ব- ৩ এ সাধারণত জিজ্ঞেস করা হয় এমন কিছু প্রশ্ন
এই অংশে এমন কিছু প্রশ্ন করা হবে যেগুলো আগের অংশের সাথে সম্পর্কিত এবং আপনার চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটায়। এই অংশে প্রশ্নকর্তা পরীক্ষার্থীর কাছে যৌক্তিক উত্তর আশা করবেন। আপনি যদি সংক্ষিপ্ত উত্তর করেন, তবে তেমন একটা ভালো স্কোর আশা করা কঠিন। আপনার মতামত নয়, আপনার যোগাযোগের দক্ষতার উপর নির্ভর করে আপনাকে মার্ক দেওয়া হবে এই অংশে। তাই কোনো কিছু সম্পর্কে না জানলে ভয় পাবেন না। নিজের মতামত প্রকাশ করবেন নিশ্চিন্তে।
মতামত প্রকাশের কিছু উপায়
কোনো বিষয়ে একমত কিংবা দ্বিমত পোষণ করলে বলতে পারেন,
আমার মনে হয় / আমার মনে হয় না (I think / I don’t think)…………
আমার বিশ্বাস (I believe / I don’t believe) ……………
ব্যক্তিগত ভাবে আমি মনে করি (Personally, I think) ………………………………
আমার মতে (In my opinion/In my view ) ……………………
আমি যেভাবে দেখি সেটা হচ্ছে ( It seems to me that )… ………………………
যখন ভিন্ন মত প্রকাশ করতে যাবেন,
আমি ঠিক নিশ্চিত নই (I’m not sure)………………………
যাই হোক, আমি ঠিক জানি না কিন্তু (Well, I don’t know for sure but) ……………
সম্ভবত, কিন্তু (Possibly, but) ……………………………..
স্পিকিং অংশে আপনাকে ভেবে উত্তর করতে হবে। তাই উত্তর করবার সময় ভাবার জন্য সময় নিতে পারেন সহজ কিছু ট্রিক্স ব্যবহার করে। যেমন,
- প্রশ্নকর্তাকে অনুরোধ করুন পুনরায় প্রশ্নটি করতে।
- প্রশ্ন নিয়ে মন্তব্য করুন। যেমন, চমৎকার প্রশ্ন! আমার মতে…………
- নিজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলুন। যেমন, প্রথমত আমি বলতে চাই……………কিংবা আগে কখনো এই বিষয়ে ভেবে দেখিনি তবে আমার মতে………………
- কোনো শব্দের অর্থ জিজ্ঞেস করতে পারেন। যেমন, “——” শব্দটি বুঝতে পারিনি। দয়া করে যদি বুঝিয়ে দিতেন? তবে এক্ষেত্রে সত্যিই যদি অর্থ না জানেন তবেই কেবল প্রশ্ন করতে পারেন।
আইইএলটিএস স্পিকিং প্রাকটিসের আরো কিছু লিংক,
- আইইএলটিএস স্পিকিং ব্যান্ড বর্ণনা
- আইইএলটিএস স্পিকিং ডায়াগনস্টিক টেস্ট
- প্রয়োজনীয় ইংরেজি শব্দ-গুচ্ছ
- আইইএলটিএস স্পিকিং ইন্টার্ভিউ প্র্যাকটিস
- আইইএলটিএস স্পিকিং এর সাধারণ ভুলগুলো
একটা কথা আছে, ” ততক্ষন পর্যন্ত কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নেওয়া যায় না, যতক্ষণ না ঐ পরিস্থিতির মুখোমুখি হোন”। তাই যতই প্রস্তুতি নেওয়া হোক না কেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতেই পারেন। নিজেকে প্রস্তুত করুন অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য। আপনার জন্য এটাই হবে সবচেয়ে বড় প্রস্তুতি।
স্বপ্ন যদি হয় দেশের বাইরে উচ্চ-শিক্ষা নেওয়ার, তবে স্বপ্নের জন্য ত্যাগ স্বীকার করতে শিখুন। স্বপ্ন সত্যি হয়, দাম দিতে জানলে। আপনার জন্য শুভকামনা রইলো।
Featured Image:ielts-academic.com