সৃজনশীল মানুষের জন্য আরও ৫টি স্বাচ্ছন্দ্যের পেশা

photo: lifehack

সৃজনশীল মানুষেরা অতিরিক্ত কাজের চাপ নিতে চান না। তারা অনেকটা স্বাধীনভাবে জীবনযাপন করতে চান। আবার বড় ও গুরুত্বপূর্ণ কাজ করতে এই সৃজনশীল মানুষেরই প্রয়োজন হয়। তাহলে উপায় কী? একজন সৃজনশীল মানুষ হিসেবে একই সাথে স্বাচ্ছন্দ্যে কাজের স্বাধীনতা ও চাকরিতে বা কাজে বহাল থাকার কোনো উপায় কি আছে?

photo: lifehack

নিশ্চয়ই আছে। আজ এই নিবন্ধে জানাবো আরও কয়েকটি কাজ বা চাকরির কথা যা একই সাথে উচ্চ বেতনের, সম্মানের এবং স্বাচ্ছন্দ্যের। আপনি যদি স্বচ্ছ চিন্তার একজন সৃজনশীল মানুষ হয়ে থাকেন তবে এখান থেকে যোগ্যতা অনুযায়ী বেছে নিতে পারেন আপনার স্বপ্নের পেশা।

১. ওয়েব ডেভেলপার

সেইসব ব্যক্তিদের ওয়েব ডেভেলপার বলা হয় যারা ইন্টারনেটে প্রকাশের জন্য প্রোগ্রামিং ও বিভিন্ন অনলাইন নকশা ব্যবহার করে ওয়েবসাইট এবং এ সম্পর্কিত অন্যান্য অনলাইন টুলস তৈরি করেন। বৃহৎ পরিসরে এ কাজের জন্য কেউ কেউ ওয়েব ডেভেলপমেন্ট টিমও পরিচালনা করেন। তাদেরকেও ওয়েব ডেভেলপার বলা হয়।

photo: gary

ওয়েব ডেভেলপাররা ওয়েবসাইটের বহুবিধ কাজ করার মাধ্যমে ফুল স্টক ডেভেলপার হতে পারেন, আবার কাজের ধরন বুঝে একটি নির্দিষ্ট বিষয় বাস্তবায়নও করতে পারেন। ওয়েব ডেভেলপারদের জীবন কাজের স্বাচ্ছন্দ্যে বিবেচনায় আদর্শ উদাহরণ। কাজের ধরন, বাস্তব অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতার কারণে তারা অনেকটা ফ্রিল্যান্সারদের মতো স্বাধীন জীবনযাপন করেন। যে কারণে ওয়েব ডেভেলপার হলে আপনি নিজের মতো করে কাজের সময়সূচি ঠিক করে নিতে পারবেন আর স্বাচ্ছন্দ্যেময় জীবনযাপন করতে পারবেন।

বিশ্ববাজারে ওয়েব ডেভেলপারদের গড় মাসিক বেতন ৬৫ থেকে ৮০ হাজার মার্কিন ডলার।

২. মেসেজ থেরাপিস্ট

মেসেজ থেরাপি বাংলাদেশে খুব একটা পরিচিত পেশা নয়। তবে এই ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে। মেসেজ থেরাপিস্টরা প্রথমে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ করে তোলেন। তারপর মেসেজ থেরাপির কৌশল প্রয়োগের মাধ্যমে ক্লায়েন্টদের শরীরের ব্যথা, শারীরিক কাঠিন্য এবং পেশীর ব্যথ্যা দূর করে থাকেন। মেসেজ থেরাপি সুস্থতার জন্য খুব উপকারী।

photo: beeswax day spa

আপনি চাইলে ফ্রিল্যান্সার হিসেবে এই কাজ করতে পারেন অথবা কোনো তিন তারকা বা পাঁচ তারকা হোটেলে চাকরি নিতে পারেন। এই কাজে অন্যান্য পেশার মতো দিনভর কাজের চাপ নেই। দিনের নির্ধারিত কাজের পরও আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। তাছাড়া অযথা নানান দিকের কাজের চাপের বিরক্তি নেই এই পেশায়।

২০১৩ সালের এক হিসাব মতে, ইউরোপ আমেরিকার দেশে মেসেজ থেরাপিস্টের গড় মাসিক বেতন ৪৬ থেকে ৫৫ হাজার মার্কিন ডলার।

৩. হিসাবরক্ষক

নিশ্চয়ই এই ব্যাপারে আপনারা আমার সাথে একমত হবেন না। বলবেন আর যাই হোক হিসাবরক্ষকের কাজ কোনোভাবেই স্বস্তিদায়ক হতে পারে না। কিন্তু আমি বলছি এটিও একটি স্বস্তিদায়ক কাজ।

সাধারণত হিসাবরক্ষক হিসেবে কর্মজীবন শুরু করার অর্থ হলো আপনি যে কোম্পানিতে কাজ করেন তাদের সব হালনাগাদকৃত তথ্য সযত্নে সংরক্ষণ করা। তবে এক্ষেত্রে দৈনিক এবং মাসিক কাজের পরিমাণ আগেই পরিমাপ করা সম্ভব। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কাজের পরিমাণ বুঝে নিয়ে কাজ করলে সহজ হয়।

photo: nextstep hub

এ ক্ষেত্রে আগেই ঠিক করে নিতে হবে আপনি কী পরিমাণ কাজ গ্রহণ করলে তা সময়মতো শেষ করতে পারবেন। তাহলেই সমস্যা সমাধান! এই কাজের পরিবেশ নমনীয়তা বৃদ্ধি করে এবং স্ট্রেস তথা পীড়ন কমায়। একই সাথে জবাবদিহিতার কারণে দায়িত্ববোধ বৃদ্ধি করে।

২০১৩ সালের আমেরিকার বাস্তবতায় একজন হিসাবরক্ষকের গড় মাসিক বেতন ৩৮ থেকে ৪৫ হাজার মার্কিন ডলার।

৪. চোখের ডাক্তার

চোখের ডাক্তাররা চোখ সম্পর্কিত যাবতীয় চিকিৎসার বিশেষজ্ঞ। সমস্যার নিরীক্ষে তারা রোগীদের সঠিক চশমা এবং সংশোধনী লেন্স নির্বাচন করতে সাহায্য করেন। ফলে রোগীর চোখের স্বাস্থ্য ঠিক রাখা সহজ হয়। এটিও অনুরূপ একটি আরামদায়ক পেশা যা করলে চাপমুক্ত থাকা যায়। এবং একই সাথে উল্লেখ্য যে, অন্যান্য উচ্চ বেতনের কর্মক্ষেত্রের মতো, এমনকি মেডিকেলের অন্যান্য ক্ষেত্রের মতোই এখানে আয় করা যায়।

photo: kiteleys

মেডিকেল সনদ থাকলে কোনো হাসপাতালে যোগ না দিয়েও ব্যক্তিগতভাবে এই চিকিৎসা অনুশীলন করা যায়। আবার চাইলে হাসপাতালেও যোগ দেওয়া যায়। ব্যক্তিগতভাবে দিনের নির্দিষ্ট সময়ে রোগী দেখলে কাঙ্ক্ষিত পরিমাণ আয় করার পরও মনে হবে আপনি পার্ট-টাইম চাকরি করছেন।

২০১৩ সালের এক হিসাব মতে, বৈশ্বিক বিবেচনায় চোখের ডাক্তারদের মাসিক রোজগার ৪৫ থেকে ৫৫ হাজার মার্কিন ডলার।

৫. ক্রীড়াশিক্ষক

ক্রীড়াশিক্ষকের দায়িত্ব হলো আরামদায়ক কাজের পাশাপাশি সময় উপভোগের সবচেয়ে ভালো উদাহরণ। একটি ছোট লিগ বা স্কুলে দলের কোচ হিসাবে আপনি সারা বছরে প্রচুর অবসর সময় পাবেন, যখন অন্যান্য কাজ করতে পারবেন। চাইলে খেলার মৌসুমের ব্যস্ততা শেষ করে লম্বা অবসরে আপনি অন্য কোনো ব্যবসা বা সৃজনশীল কোনো চর্চাও করতে পারেন। তাছাড়া ভালো দক্ষতা থাকলে একাধিক খেলার প্রশিক্ষকও হতে পারেন। একটি খেলার বন্ধ মৌসুমে অন্য খেলা অনুশীলনের কাজ করতে পারেন। এভাবে কাজ করলে আপনার শারীরিক ও মানসিক চাপ অনেক কম থাকবে। অন্যান্য কাজের তুলনায় এই ক্ষেত্রে যতটুকু পীড়ন আপনার সহ্য করতে হবে তা খুবই নমনীয়।

photo: south wales

২০১৩ সালের এক হিসাব মতে, উন্নত বিশ্বে মধ্যম মানের একজন কোচের মাসিক বেতন ২৮ থেকে ৪৫ হাজার মার্কিন ডলার।

এই পেশাগুলো অনেকটা স্বাধীন, আবার ভাল আয় করার মতো। সুতরাং আপনি চাইলে নিজের সৃজনশীলতার পরিচয় দিয়ে এর যেকোনোটি নিজের পেশা হিসেবে বেছে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *