কোটিপতি হতে হলে যে ধরনের ডিগ্রি নেওয়া প্রয়োজন

কোটিপতি হতে কি ধরনের ডিগ্রি নেওয়া প্রয়োজন? নতুন এক গবেষণায় বলা হয়েছে, অর্থশালী হতে হলে ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৌশল বিদ্যায় বাড়তি শিক্ষা নেওয়া প্রয়োজন। বিশ্বের সম্পদশালী মানুষদের ২২ শতাংশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিদ্যায় কোনো না কোনো কোর্স করেছেন। মিলিওনিয়ার এবং বিলিওনিয়ারদের দ্বিতীয় পছন্দের বিষয়টি হচ্ছে অ্যাকাউন্টিং।

আমেরিকার ওই গবেষণায় বলা হয়েছে, ১২ শতাংশ ধনশালীকে সম্পদশালী হতে সাহায্য করেছে ব্যবসা শিক্ষা। আবার খুব দ্রুত ধনী হয়ে ওঠাদের মধ্যে ৯ শতাংশ পড়েছেন শিল্পকলা নিয়ে। তবে এদের চেয়ে বেশি এগিয়ে যেতে পেরেছেন কমার্স বিষয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে ইকোনোমিক্স এবং ফিনান্স এর শিক্ষার্থীরা বেশি মিলিওনিয়ার হয়েছেন।

Top 23 Richest Engineers in the World - YouTube

অন্যদিকে, ধনীদের ৪ শতাংশ বিশ্ববিদ্যালয়ে গণিত বা বিজ্ঞান নিয়ে পড়েছেন। কিন্তু প্রকৌশলবিদ্যা যারা গ্রহণ করেছেন তারা সবচেয়ে এগিয়ে রয়েছেন। এই বিষয়ের ধনীদের মোট সম্পদ ২৫.৮ বিলিয়ন ডলার। এর পরই ফিনান্স বিষয়ের ধনীরা ২২.৫ বিলিয়ন ডলার সম্পদের মালিক।

এসব বিষয়ে যে সকল নারী এ-লেভেল পর্যন্ত পড়েছেন তাদের উপার্জন অন্যদের চেয়ে বছরে সাড়ে চার হাজার পাউন্ড বেশি।

তবে সবমিলিয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ুয়ারা বিশ্বে ধনীদের কাতারে রয়েছেন।

তবে ব্যতিক্রমও রয়েছে। বিশ্বের ধনীদের এক-তৃতীয়াংশের কোনো ডিগ্রিই নেই। এদের সম্পদের পরিমাণ ফিনান্স পড়ুয়াদের চেয়েও বেশি, যা ২৪ বিলিয়ন ডলার। এই কাতারে বিল গেটস এর মতো ধনী রয়েছেন। সূত্র : টেলিগ্রাফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *