হাঙ্গেরিতে বাংলাদেশিদের জন্য শতাধিক স্কলারশিপ, দ্রুত আবেদন করুন

A group of students having fun with smartphones and tablets after class

হাঙ্গেরি সরকার স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৪-২৫ কর্মসূচির আওতায় আবেদন আহ্বান করেছে। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরালে হাঙ্গেরিতে পড়ার সুযোগ পাবেন।

স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরালে বৃত্তির জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৭ হাজার জন আবেদন করেছিলেন। তাঁদের মধ্য থেকে সারা বিশ্বের ৪ হাজার ৫০০ শিক্ষার্থী স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ পেয়েছিলেন। এ বৃত্তির জন্য আবেদন করা যাবে ২০২৪ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত।

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। প্রতিবছর বাংলাদেশ থেকে শতাধিক শিক্ষার্থী যোগ্যতাপূরণ সাপেক্ষে এ স্কলারশিপ পাবেন।

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয় এই স্কলারশিপ। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। দেশটির ৩০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তির আওতায়।

and St. Stephens Bascilica

বৃত্তির লক্ষ্য

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিবছর ৫ মহাদেশের প্রায় ৮০টি দেশের ৫ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন। এই বৃত্তির লক্ষ্য হলো হাঙ্গেরিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো এবং হাঙ্গেরির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শীর্ষ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে উত্সাহিত করা।

স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে যেসব সুবিধা পাওয়া যাবে—

  • পড়াশোনার জন্য টিউশন ফি ফ্রি;
  • পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ফি;
  • ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনের সুবিধা;
  • স্বাস্থ্যবিমার সুবিধা।

ডক্টরাল প্রোগ্রামে যেসব সুবিধা পাওয়া যাবে—

  • পড়াশোনার জন্য টিউশন ফি ফ্রি;
  • পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ৪ সেমিস্টারে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে;
  • ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনের সুবিধা;
  • স্বাস্থ্যবিমার সুবিধা।

কীভাবে বাংলাদেশ থেকে হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা পাবেন

প্রয়োজনীয় তথ্য—

  • স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরালে আবেদনের জন্য হোস্ট ইউনিভার্সিটির সুপারভাইজারের স্টেটমেন্ট অব অ্যাকসেপট্যান্স আবেদনের সঙ্গে অ্যাটাচ করতে হবে। আবেদন সাবমিট করার আগে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে;
  • আবেদনকারীর বয়স চলতি বছরের ৩১ আগস্টে ১৮ বছর হতে হবে।
  • হাঙ্গেরি কর্তৃপক্ষের কাছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে;
  • হাঙ্গেরির বিভিন্ন শহরের জীবনযাত্রার ব্যয় এই লিংকের মাধ্যমে জানা যাবে;
  • প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে Language Proficiency (English)-এর ওপর গুরুত্ব দেওয়া হবে। স্নাতক পর্যায়ে অপেক্ষাকৃত কম বয়সী আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • যা করলে আবেদন বাতিল হবে—
  • এই বৃত্তির লক্ষ্য হলো হাঙ্গেরিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো এবং হাঙ্গেরির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শীর্ষ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে উত্সাহিত করা।
  • স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;
  • অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়।

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের গুরুত্বপূর্ণ তারিখগুলো—

  • ১৫ জানুয়ারি ২০২৪: হাঙ্গেরিতে আবেদন জমার শেষ দিন
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৪: মনোনয়নপ্রক্রিয়া শুরু
  • মার্চের মাঝামাঝি: দ্বিতীয় নির্বাচনপ্রক্রিয়া
  • ১৫ এপ্রিল ২০২৪: মেডিকেল সার্টিফিকেট জমা
  • ২০২৪ সালের জুনের মাঝামাঝি: ফলাফল ঘোষণা
  • ২০২৪ সালের জুলাই-আগস্ট: ভিসা আবেদনপ্রক্রিয়া
  • ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর: হাঙ্গেরিতে যেতে হবে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের।**আবেদনের বিস্তারিত পদ্ধতি দেখতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *